নিজস্ব প্রতিবেদন- করোনার দ্বিতীয় ঢেউ কাঁপাচ্ছে গোটা দেশ। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ।  জারি মৃত্যু মিছিলও।  ভীতসন্ত্রস্ত সাধারণ মানুষ।  হাসপাতালের বেড নেই, অক্সিজেন পাওয়া যাচ্ছে না,  সময়মত মিলছেনা ওষুধও।  প্রিয়জনকে হারানোর ব্যথায় কাঁদছেন কত না মানুষ।  এরইমধ্যে যে যার মত করে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন।  সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশিষ্টরাও।  সাধ্যমত তথ্য মেলে ধরেছেন নিজেকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে।  বিশিষ্টদের সাহায্যের তালিকায় উল্লেখযোগ্য এক নাম দেব। হাসপাতালের বেড পাইয়ে দেওয়া হোক বা লকডাউনে ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের  ঘরে ফেরানো,  সবেতেই এগিয়ে এসেছেন তিনি।  করোনা আক্রান্তদের জন্য খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন  নিজের রেস্তোরাঁ থেকেই। তাঁর কেন্দ্র ঘাটালে কমিউনিটি কিচেনও চালু করেছেন দেব।  লকডাউনে যাদের কাজ নেই তাদের কথা ভেবে  দেবের এই প্রয়াস।  এবার তাঁর অফিসকে রূপান্তরিত করলেন আইসোলেশন সেন্টারে।  ঘাটাল লোকসভা  কেন্দ্রের অন্তর্গত এই  আইসোলেশন সেন্টারে ভর্তি হতে পারবেন যেকোন করোনা আক্রান্ত রোগী। এছাড়াও অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন দেব।  থাকছে অক্সিজেনের ব্যবস্থাও।  প্রতিদিন করোনা আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ারও  দায়িত্ব নিয়েছেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় খবর শেয়ার করে তিনি বলেন করোনা আক্রান্ত যে কোনো রোগীকে আইসোলেশন সেন্টার এ পাঠাতে হলে  অবশ্যই যেন তাঁর টিমের সঙ্গে যোগাযোগ করা হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: রাজনীতি ছেড়ে লাইট-ক্যামেরা-অ্যাকশনে 'সর্বজয়া' দেবশ্রী


ডেবরার এই আইসোলেশন সেন্টারে থাকবে ওষুধের ব্যবস্থাও। গত বছর যখন করোনার দাপট বেড়েছিল সেই সময় এই পরিষেবা চালু করেছিলেন দেব।