নিজস্ব প্রতিবেদন : মৃণাল সেনের প্রয়াণের পর প্রায় দুবছর কেটে গিয়েছে। তবে তিনি চিরকালের জন্য রয়ে গিয়েছেন সিনেমাপ্রেমী মানুষের হৃদয়ে। ১৪ মে প্রবাদপ্রতিম এই পরিচালকের ৯৭তম জন্মদিনে তাঁকে স্মরণ করছে চলচ্চিত্র জগৎ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কিংবদন্তি পরিচালকের জন্মদিনে নতুন করে উঠে এসেছে মৃত্যুর আগে লিখে যাওয়া তাঁর শেষ একটি লেখা। যেটি পরিচালকের মৃত্যুর পর তাঁর টেবিল ঘাঁটতে গিয়ে হঠাৎই খুঁজে পেয়েছিলেন তাঁর ছেলে কুণাল সেন। কাঁপা কাঁপা হাতে একটি খাতায় পরিচালক লিখেছিলেন, ''তুমি ভালো আছো? আমি ভালো নেই।''


আরও পড়ুন-মৃণাল সেনের ৯৭তম জন্মবার্ষিকী: কিংবদন্তি পরিচালককে স্মরণ করলেন প্রসেনজিৎ, ঋতুপর্ণা


তবে এই লেখাটা তিনি কেন লিখেছিলেন, কবে লিখেছিলেন, কার উদ্দেশ্যেই বা লিখেছিলেন তা ঠিক জানা নেই ছেলে কুণাল সেনেরও। মৃণাল সেনের ছেলে কুণাল বাবুর কথায়, মানুষের শেষ জীবনটা বড় ভয়ঙ্কর। যে মানুষটা সারা জীবন ব্যস্ততার মধ্যে কাটিয়েছেন। তাঁর শেষ জীবনটা কেটেছে একাকীত্বে। অসহায়তায়।



 কুণালবাবুর এই পোস্ট টা দেখে সেসময় মৃণাল সেনের গুণমুগ্ধরা অনেকেই বিভিন্ন কমেন্ট করেছিলেন। অনেকেই মৃণাল সেনের পুত্র কুণাল সেনের সঙ্গে সহমতও প্রকাশ করেছিলেন। তাঁদের কথায় সত্যিই মানুষের শেষ জীবনটা কতটা অসহায়তার মধ্যে কাটে।


আরও পড়ুন-পরিযায়ী শ্রমিকদের জন্য সিঙ্গাপুর সরকারের বিশেষ উদ্যোগে সামিল ঋতুপর্ণা



প্রসঙ্গত, ২০১৮ সালে ৩০ ডিসেম্বর মৃত্যু হয় ভারতীয় চলচ্চিত্র দুনিয়ার এই কিংবদন্তি ব্যক্তিত্বের।