ওয়েব ডেস্ক : অস্কারের প্রাথমিক তালিকায় গেল দুটি ভারতীয় ছবি। ৩৬৬ ছবির তালিকায় রয়েছে নীরজ পান্ডের ছবি এম এস ধোনি, দ্যা আনটোল্ড স্টোরি ও সরবজিত্‍। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মূল তালিকায় প্রবেশের জন্য ছবিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও হলে কমপক্ষে টানা সাত দিন চলতে হয়। ধোনি ও সরবজিত্‍ দুটি ছবিই এই মাপকাঠি পেরিয়ে যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৬-তে  এম এস ধোনি বক্স অফিসেও বড়সড় হিট। সুশান্ত সিং রাজপুতের অভিনয় খুবই প্রশংসিত হয়। অন্যদিকে রণদীপ হুদা ও ঐশ্বর্যা রাইয়ের সরবজিত্‍ নিয়ে যত আলোচনা হয়েছিল, ছবিটি কিন্তু তত ভাল ফল করতে পারেনি। ছবি হিসাবে সমালোচকরাও তেমন প্রশস্তি বাক্য খরচ করেননি। শুধুমাত্র রণদীপ হুদার অভিনয় দেখে তাঁকে ব্যক্তিগত চিঠি লেখেন অমিতাভ বচ্চন। এখন অপেক্ষা অস্কারের চূড়ান্ত তালিকার।


 আরও পড়ুন, #Dangal! প্রথম দিনেই আমিরি চালে কাৎ তামাম দর্শককুল