নিজস্ব প্রতিবেদন : সুশান্তকে নিয়ে যে আবেগ তৈরি হয়েছে, সেটাই আসন্ন বিহার নির্বাচনে কাজে লাগাতে চাইছেন নীতিশ কুমার সরকার। বিহারে সরকার বিরোধী নেতৃত্ব সম্প্রতি এমনই অভিযোগ তুলেছেন। এবার খানিকটা সেই পথে হেঁটেই মুখ খুলল শিবসেনা। শিবসেনার অভিযোগ,  সুশান্তের মৃত্যু নিয়ে বিহার ও দিল্লি রাজনীতি করছে। শিবসেনার সাফ বক্তব্য, 'বিহার নয়, সুশান্তকে গৌরবান্বিত করেছে মুম্বই'। এখানেই শেষ নয়, সুশান্তের সঙ্গে তাঁর বাবার সম্পর্ক নিয়েও বিস্ফোরক মন্তব্য় করেছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউতের কথায়, সুশান্তের বাবা দ্বিতীয় বিয়ে করেছিলেন, আর সেকারণেই বাবা ছেলের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায়।  তাঁর প্রশ্ন, ''সুশান্ত কতবার তাঁর বাবার কে কে সিং রাজপুতের সঙ্গে দেখা করতেন?''যদিও তথ্য বলছে, সুশান্তের বাবা কোনওদিনই দ্বিতীয় বিয়ে করেননি। এই তথ্যটি সম্পূর্ণ ভুল। সুশান্তের মা মারা যাওয়ার পর থেকে তাঁর বাবা সম্পূর্ণ একা।


প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর পর বিহার পুলিসকে নীতিশ কুমার সরকার তদন্তের নির্দেশ দেওয়ার পর থেকেই তাঁদের সঙ্গে মহারাষ্ট্র সরকারের তরজা অব্যাহত। সম্প্রতি, শিবসেনার দলীয় মুখপত্র 'সামনা'য় লেখা হয়েছে, ''সুশান্ত সিং রাজপুতের বিষয়ে বিহার সরকারের হস্তক্ষেপ করা উচিত নয়। গত কয়েকবছর ধরে সুশান্ত মুম্বইকার (মুম্বইয়ের বাসিন্দা)। বিহার সুশান্তের লড়াইয়ে সামিল হয়নি, ওকে গৌরবান্বিত করেছিল মুম্বই।''


শিবসেনার অভিযোগ, সুশান্তের মৃত্যু নিয়ে বিহারের পাশাপাশি দিল্লিতেও রাজনীতি হচ্ছে। শিবসেনা নেতা সঞ্জয় রাউতের কথায়, ''সুশান্তের মৃত্যু নিয়ে বিহার ও দিল্লিতে যেভাবে রাজনীতি হচ্ছে, আমার মনে হয় এটা মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। মুম্বই পুলিস সত্য সামনে আনার জন্য যথেষ্ঠ চেষ্টা করেছে।''


আরও পড়ুন-রিয়া ও তাঁর বাবার ফোনের সমস্ত তথ্য নিজেদের হেফাজতে নিল ইডি



আরও পড়ুন-'দিদি খারাপ' রিয়ার সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটে এমনটাই বলেছিলেন সুশান্ত!


মুম্বই পুলিসের সমালোচনা করে বিহার পুলিসের প্রধান গুপ্তেশ্বর পান্ডে যে মন্তব্য করেছেন, সেপ্রসঙ্গে তাঁকেও 'সামনা' পত্রিকায় আক্রমণ করা হয়। লেখা হয়। ''এটা হাস্যকর, গুপ্তেশ্বর পান্ডে আসলে বিজেপি কিংবা JDU-এর টিকিটে বিহার নির্বাচনে লড়াই করতে চাইছেন। আর তাই তিনি মুম্বই পুলিসের বিরুদ্ধে মুখ খুলেছেন।''



আরও পড়ুন-মৃত্যুর পর দিশা সালিয়ানের নগ্ন দেহ উদ্ধার হয়েছিল? ময়নাতদন্তের রিপোর্ট ঘিরে জল্পনা


এখানেই শেষ নয়, শিবসেনার মুখপাত্র 'সামনা'-তে CBI-কেও আক্রমণ করা হয়। বলা হয়, ''CBI-হল কেন্দ্রীয় সংস্থা, কিন্তু এটা স্বাধীন ও নিরপেক্ষ নয়।'' লেখা হয়, ''বহু রাজ্যই CBI-এর উপর নিষেধাজ্ঞা জারি করেছে। সারদা চিটফান্ডের তদন্ত CBI যখন পশ্চিমবঙ্গে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় শুধু CBI-কে আটকেই থেমে থাকেননি, তাঁদের বিরুদ্ধে মমলাও করেছিলেন। পুরো কলকাতা CBI -এর বিরুদ্ধে রাস্তায় নেমেছিল।''