নিজস্ব প্রতিবেদন : পরনে শাড়ি। সঙ্গে ব্লাউজ। চিরাচরিত শাড়ি পরেই মন্দিরে প্রবেশ করেছিলেন তিনি। কিন্তু, সেখানে গিয়ে মুম্বইয়ের মডেল যা করলেন, তা ভাইরাল হতে বেশি সময় লাগেনি। আর ওই ভিডিও ভাইরাল হওয়ার পরই নেটিজেনদের একাংশের ক্ষোভের মুখে পড়তে হয় মুম্বইয়ের ওই মডেলকে। যদিও নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েও এ বিষয়ে মুখে টু শব্দ করেননি মুম্বইয়ের এই মডেল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : আনন্দের সঙ্গে 'বেডরুমে' কী করেন, ফাঁস করলেন সোনাম, শুনলে লজ্জা পাবেন আপনি


দেখুন সেই মডেলের কীর্তি...


 



সম্প্রতি উজ্জয়িনের মহাকাল মন্দিরে হাজির হন মুম্বইয়ের এক মডেল। মন্দিরে হাজির হয়ে বলিউডের গানে কোমর দোলাতে দেখা যায় তাঁকে। শুধু তাই নয়, মন্দিরের মধ্যেই এই মডেল অশ্লীলভাবে পোজ দিয়েছেন বলেও নেটিজেনদের একাংশ তাঁকে আক্রমণ করতে শুরু করে। এই মুহূর্তে মুম্বইয়ের এই মডেলের ৪টি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। কীভাবে এই ধরনের ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হবে বলেও মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।


আরও পড়ুন : ঐশ্বর্যের জন্যই সরে গেলেন সলমন?


নন্দিনি কুরিল নামে ওই মডেল মন্দিরের মধ্যে দাঁড়িয়ে কেন ওই কীর্তি করলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।