নিজস্ব প্রতিবেদন : ​৫৩-তে চলে গেলেন ইরফান খান। শেষ ছবি আংরেজি মিডিয়ামের যখন প্রমোশন শুরু হয়, তখন হাজির হতে পারেননি তিনি স্বশরীরে। তাই অডিও বার্তার মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছনোর চেষ্টা করেন। আংরেজি মিডিয়াম মুক্তির কয়েকদিনের মধ্যেই জীবনের যাত্রাও শেষ করলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শা কি অসুস্থ? মুখ খুললেন ছেলে


ইরফানের মৃত্য়ুতে মুহ্যমান গোটা দেশ। বলিউড থেকে সেই শোক পৌঁছে গিয়েছে হলিউডেও। অ্যাঞ্জেলিনা জোলি থেকে নাতালি পোর্টম্যান, ইরফানের শোকে ভারাক্রান্ত প্রত্যেকে। সেই সময় প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানাল মুম্বই পুলিস। অভিনব কায়দায় ইরফানকে শ্রদ্ধা জানানো হয় মুম্বই পুলিসের সোশ্যাল হ্যান্ডেলে।


দেখুন...


 



এদিকে ইরফানের মৃত্যুর পর তাঁর স্ত্রী সুতপা শিকদার পরিবারের তরফে প্রথম মুখ খোলেন। ইরফানের চলে যাওয়ার পর তাঁর দেখানো পথেই দুই ছেলেকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন বলেও আশা প্রকাশ করেন ইরফানের স্ত্রী। যা দেখে আবেগে ভেসে যান নেটিজেনরা।