এবার কলকাতার অরিন্দমের সুরে গান গাইবেন বিগ-বি!
টলিউডকে একের পর এক হিট গান উপহার দিয়েছেন। এবার বলিউডে পাড়ি দিচ্ছেন সুরকার অরিন্দম চট্টোপাধ্যায়। রিলায়েন্স এন্টারটেইনমেন্ট প্রযোজিত বলিউডের কোনও ছবিতে সুর দেবেন অরিন্দম। যদিও ফিল্মের নাম এখনও জানা যায় নি।
নিজস্ব প্রতিবেদন: টলিউডকে একের পর এক হিট গান উপহার দিয়েছেন। এবার বলিউডে পাড়ি দিচ্ছেন সুরকার অরিন্দম চট্টোপাধ্যায়। রিলায়েন্স এন্টারটেইনমেন্ট প্রযোজিত বলিউডের কোনও ছবিতে সুর দেবেন অরিন্দম। যদিও ফিল্মের নাম এখনও জানা যায় নি।
তবে এখানেই শেষ নয়। শোনা যাচ্ছেন অরিন্দম চট্টোপাধ্যায়ের সুর গান গাইবেন খোদ বিগ-বি। সূত্রের খবর, এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করবেন শ্রীলঙ্কান বিউটি জ্যাকলিন ফার্নান্ডেজ।
প্রসঙ্গত, 'বোঝে না সে বোঝে না', 'বলো দুগ্গা মাঈকী', 'ককপিট', 'বিন্দাস', 'গ্যাংস্টার', 'শুধু তোমারি জন্য', সহ একাধিক ছবিতে সুর দিয়েছেন অরিন্দম। বিশেষ করে, গতবছর দেব ও রুক্মিনী অভিনীত 'ককপিট' ছবিতে, আতিফ আসলামের কণ্ঠে জনপ্রিয় 'মিঠে আলো' গানটির সুর অরিন্দমেরই করা। এখন অরিন্দম চট্টোপাধ্যায়ের করা নতুন বলিউডের গানের সুর শোনার অপেক্ষায় শ্রোতারা।