Nachiketa Chakraborty : `সেদিন কুয়াশা ছিল`, টাইটেল ট্র্যাকের রেকর্ডিংয়ে নচিকেতা
গান রেকর্ডিংয়ের পর নচিকেতা চক্রবর্তী বলেন, `অসাধারণ একটা গান, অসাধারণ অভিজ্ঞতা`। তাঁর ছবিতে নচিকেতার গান গাওয়া প্রসঙ্গে পরিচালক অর্ণব মিদ্যা বলেন, `যার গান শুনে জীবনের অন্তবিহীন পথ চলা শুরু, জীবনে চলার পথে ঝড়ের মুখে পড়লে তার সেই আশ্বাসবাণী, একদিন ঝড় থেমে যাবে, সেই মানুষটার সঙ্গে জীবনে প্রথমবার কাজ করার সুযোগ নিঃসন্দেহে জীবনের এক বড় পাওনা। আর তা সম্ভব হল সেদিন কুয়াশা ছিল ছবির দৌলতে।`
Nachiketa Chakraborty, অনসূয়া বন্দ্যোপাধ্যায় : পরিচালক অর্ণব মিদ্যার ছবি 'সেদিন কুয়াশা ছিল'-র জন্য গান রেকর্ড করে ফেললেন নচিকেতা চক্রবর্তী। এই ছবির টাইটেল ট্র্যাকটিই শোনা যাবে নচিকেতার গলায়। গানটি হল 'সেদিন কুয়াশা ছিল / ঘুম ভাঙা স্বপ্ন ছিল'। গান রেকর্ডিংয়ের পর নচিকেতা চক্রবর্তী বলেন, 'অসাধারণ একটা গান, অসাধারণ অভিজ্ঞতা'। তাঁর ছবিতে নচিকেতার গান গাওয়া প্রসঙ্গে পরিচালক অর্ণব মিদ্যা বলেন, 'যার গান শুনে জীবনের অন্তবিহীন পথ চলা শুরু, জীবনে চলার পথে ঝড়ের মুখে পড়লে তার সেই আশ্বাসবাণী, একদিন ঝড় থেমে যাবে, সেই মানুষটার সঙ্গে জীবনে প্রথমবার কাজ করার সুযোগ নিঃসন্দেহে জীবনের এক বড় পাওনা। আর তা সম্ভব হল সেদিন কুয়াশা ছিল ছবির দৌলতে।'
'সেদিন কুয়াশা ছিল' ছবির টাইটেল ট্র্যাকটি লিখেছেন এবং সুর দিয়েছেন রণজয় ভট্টাচার্য। Zee ২৪ ঘণ্টাকে ফোনে নচিকেতার সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নেন রণজয়। বলেন, 'নচিদার সঙ্গে এটা আমার প্রথম কাজ, নচিদার সঙ্গে কাজ করার স্বপ্ন আমি বহু বছর ধরে দেখে এসেছি। এই মানুষটা ছবি এককালে আমি ডায়েরির পাতায় রাখতাম। আমি অন্ধভক্ত বললেও কম বলা হয়। ওঁর গান, গানের কথা সুর আমার ঠোঁটস্থ থাকত, সেই স্কুল জীবন থেকে। বহু ছোটবেলাতেই নচিদার গানের সঙ্গে পরিচয়। সেই মানুষটাই আজ আমার লেখা, সুর করা গান গাইছেন, এটা আমার একটা বিরাট প্রাপ্তি। এটা আমার কাছে স্বপ্নপূরণের মতো। অর্ণব মিদ্যার ছবির 'সেদিন কুয়াশা ছিল'র জন্যই এটা সম্ভব হল। স্টুডিওতে একটা ঘণ্টা নচিদার সঙ্গে যে কাটালাম, সেটা যে কী আনন্দ দিয়েছে বলে বোঝাতে পারব না। এটা আমার সারা জীবন মনে থাকবে। গানটা নচিদার খুব পছন্দ হয়েছে। গানটা গাইতে গাইতে কেয়াবাত শব্দ বের হয়ে আসছিল ওঁর মুখ থেকে। বলছিলেন, বহুদিন পর এইরকম একটা মেলোডি গাইতে পেলেন। সেদিব যাঁরা স্টুডিয়োতে ছিলেন, তাঁরা দেখেছেন, গাইতে গাইতে উনি কীভাবে গানের মধ্যে ঢুকে যাচ্ছিলেন। যতক্ষণ না পারফেক্ট হচ্ছিলেন, উনি গেয়ে যাচ্ছিলেন। কতটা ভালোবাসা থাকলে, গানের প্রতি সম্মান থাকলে একজন এতবড় সিনিয়ার শিল্পী এভাবে গাইতে পারেন। উনি এমন একজন শিল্পী যিনি বাংলা আধুনিক গানের সংজ্ঞাটাই বদলে দিয়েছিলেন।। এই গান রেকর্ডিংয়ের দিনটা আমার চিরকাল মনে থাকবে। কতদিনে গানটা আমরা মানুষকে শোনাতে পারব, সেই অপেক্ষায় রয়েছি।'
আর পড়ুন- 'বলি হচ্ছে টা কী?' ললিত গুঞ্জনের মাঝে সুস্মিতা-রোহমানকে দেখে বিস্মিত নেটপাড়া
আরও পড়ুন-দিশার সঙ্গে বিচ্ছেদ, নতুন প্রেমে পড়েছেন টাইগার শ্রফ
জানা যাচ্ছে, তিনটি গল্প নিয়ে 'সেদিন কুয়াশা ছিল' ছবিটি বানাচ্ছেন পরিচালক অর্ণব মিদ্যা। যে তিনটি গল্প নিয়ে ছবিটি তৈরি তার মধ্যে প্রথম গল্পটির প্রেক্ষাপট স্বাধীনতার পূর্বেরর ঘটনা। যেখানে দেখা যাবে অর্ণ মুখোপাধ্যায় সৌরসেনী মৈত্র এবং সবুজ বর্ধন অর্ণবকে। দ্বিতীয় গল্পে অভিনয় করছেন জিতু কমল, পরাণ বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী,সায়ন্তনী গুহঠাকুরতা, অবন্তিকা বিশ্বাস সহ আরও অনেকে। রয়েছেন পরান বন্দ্যোপাধ্যায় এর নাতনি পৃথা বন্দ্যোপাধ্যায়।