নিজস্ব প্রতিবেদন : গান গাইতে উঠে মেজাজ হারালেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। ঘটনাটি ঘটেছে, গত ২৭ ফেব্রুয়ারি, পশ্চিম মেদিনীপুরের ডেবরায় আয়োজিত একটি অনুষ্ঠানে। সেখানেই আমন্ত্রিত ছিলেন নচিকেতা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নচিকেতার মেজাজ হারানোর সেই ভিডিয়ো। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঠিক কী ঘটেছে?


ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, মঞ্চে নচিকেতা যখন গান গাইতে ওঠেন, তখন কেউ একজন তাঁকে 'এই নচিকেতা' বলে ডেকে বসেন। আর তাতেই বেশ বিরক্ত হন শিল্পী। ওই ব্যক্তির উদ্দেশ্যে নচিকেতাকে বলতে শোনা যায়, ''কী ব্যাপার? কী বলছ? এই নচিকেতা মানে কী? আমি তোমার বন্ধু? তোমার থেকে ছোট? ...ভদ্রভাবে কথা বলতে শেখো।'' যদিও এরপরই আবারও নিজের মেজাজে ফিরে গান গাইতে শুরু করে দেন শিল্পী। তাঁর গলায় শোনা যায় ''অন্তবিহীন পথে চলা-ই জীবন''।


আরও পড়ুন-বঙ্গবন্ধু মুজিবর রহমানের শততম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিচ্ছেন Debojyoti Mishra



আরও পড়ুন-মুক্তি পেল Bikram Ghosh-Hariharan নতুন মিউজিক ভিডিয়ো 'দিল হাওয়াই হ্যায়'


সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও নচিকেতা চক্রবর্তীর একটি ছবি। তারপরই প্রশ্ন উঠতে শুরু করে নচিকেতাও কি তবে বিজেপিতে যাচ্ছেন? যদিও সে জল্পনা উড়িয়ে দেন সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী নিজেই।