নিজস্ব প্রতিবেদন: নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করে দেশজুড়ে ঝড় তুলেছেন তনুশ্রী দত্ত। অভিনেত্রীর দাবি, ২০০৮ সালে 'হর্ন ওকে প্লিজ' ছবির সেটে তাঁকে যৌন হেনস্থা করেছিলেন নানা। অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, অনুষ্কা শর্মা ও দীপিকা পাড়ুকোনের মতো নায়িকারা। এখনও পর্যন্ত এনিয়ে মুখ খোলেননি নানা পাটেকর। তবে শনিবার সাংবাদিকদের প্রশ্নের মুখে আত্মপক্ষ সমর্থন করলেন প্রবীণ অভিনেতা। দাবি করলেন, মিথ্যা কথা বলছেন তনুশ্রী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গোটা ঘটনায় সোমবার সাংবাদিক বৈঠক করবেন নানা পাটেকর। শনিবার জয়সলমের থেকে 'হাউসফুল ৪' ছবির শ্যুটিং শেষ করে ফেরেন তিনি। তখনই মুম্বই বিমানবন্দরে নানাকে ছেঁকে ধরেন সাংবাদিকরা। নানা পাটেকর বলেন, 'আগেই সব বলে দিয়েছি, মিথ্যা তো মিথ্যাই।'' সাংবাদিক বৈঠকে সব কথা ফাঁস করবেন বলেও জানিয়েছেন নানা।



তনুশ্রীর অভিযোগের কয়েক ঘণ্টা পরই হাউসফুল ৪ ছবির শ্যুটিংয়ে জয়সলমের উড়ে গিয়েছিলেন নানা পাটেকর। তাঁর সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছিলেন কোরিওগ্রাফার ফারহা খান। তা নিয়ে নেটিজেনদের গোঁসার মুখে পড়তে হয় তাঁকে। হাউসফুল ৪ ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ ও ববি দেওল।


মঙ্গলবার বিবৃতি জারি করে সিনটা জানায়, ''কোনও ব্যক্তির সম্মান হরণ বা যৌন হেনস্থার ঘটনা কাম্য নয়। তীব্র নিন্দা করছি''। এমনকি ২০০৮ সালে যখন নানা পাটেকরের বিরুদ্ধে সিনটায় যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন তনুশ্রী দত্ত, তখন কোনও পদক্ষেপই করেনি তারা। এব্যাপারেও দায় ঝেড়ে ফেলেছে সিনটা। তাদের দাবি, '২০০৮ সালে অভিযোগ দায়ের করেছিলেন তনুশ্রী দত্ত। তখন সিদ্ধান্ত নিয়েছিল জয়েন্ট ডিসপুট সেটলমেন্ট কমিটি ও ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টিভি প্রোডিউসারস কাউন্সিল (তখন নাম ছিল অ্যাসোসিয়েশন অব মোশন পিকচার্স অ্যান্ড টিভি প্রোগ্রাম প্রোডিউসারস)। ওই সিদ্ধান্ত যথাযথ ছিল না। যৌন হেনস্থার অভিযোগটি খতিয়ে দেখাই হয়নি'।   


আরও পড়ুন- পিরিয়ড চলছিল বলে বিরক্ত হয়েছিলেন তনুশ্রী, টেপ ফাঁসে উন্মুক্ত 'কদর্য' বলিউড