নিজস্ব প্রতিবেদন: মাদক মামলায় শাহরুখ-পুত্র আরিয়ান খানকে (Aryan Khan) ক্লিনচিট দিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। আরিয়ান-সহ ৬ জনকে ক্লিনচিট দেওয়া হয়েছে। ৬ হাজার পাতার চার্জশিটে নাম নেই আরিয়ান খানের (Aryan Khan)। তাঁদের বিরুদ্ধে মাদক-যোগের কোনও প্রমাণ মেলেনি বলে সূত্রের খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত বছর মুম্বইয়ের একটি বিলাসবহুল ক্রুজে অভিযান চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। মাদক যোগের অভিযোগ সেখান থেকেআরিয়ান খান (Aryan Khan)-সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থাটি। আর্থার রোড জেলে ঠাঁই হয়  শাহরুখ-পুত্রের। দীর্ঘ আইনি লড়াইয়ের পর তিন সপ্তাহ বাদে জেলমুক্ত হন আরিয়ান খান (Aryan Khan)।



নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) তরফে প্রথমে অভিযোগ করা হয়েছিল যে, শাহরুখ-পুত্র নিয়মিত মাদক সেবন এবং তা সরবরাহ করেন। স্বভাবতই আদালতে তা অস্বীকার করেন আরিয়ান খান (Aryan Khan) এবং তাঁর আইনজীবী। তবে শুক্রবার যে ৬ হাজার টাকার চার্জশিট আদালতে জমা পড়ল, নাম নেই আরিয়ানের। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)