নিজস্ব প্রতিবেদন: হঠাৎই ওজন বেড়ে যাওযায় এবং অভিনেত্রী ঢিলেঢালা পোশাক পড়ায় গুঞ্জন ছড়ায় নার্গিস ফকরি নাকি অন্তঃসত্ত্বা। জানা যাচ্ছে TheLive Mirror ও Bollywood Bubble- নামে দুটি সংবাদ সংস্থার তরফে নার্গিস ফকরির অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশিত হয়। আর এই খবর নজরে আসার পর বেজায় চলে যান অভিনেত্রী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নার্গিস ওই সংবাদমাধ্যমকে একহাত নিয়ে টুইটারে লেখেন, '' এই ধরনের ভুয়ো খবর প্রকাশ করা বন্ধ করুন। কারোর ওজন বেড়েছে বলে এধরনের খবর প্রকাশ করতে পারেন না। আগে সত্যিটা কী জানুন। আর যখন কোনও মানুষের অসুস্থতার জন্য় ওজন বাড়ে তখন কেউ এধরনের খবর প্রকাশ করতে পারে?''



ওই সংবাদ পত্রে যে ব্যক্তি তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করেন তাঁকেও একহাত নেন নার্গিস ফকরি। পাশাপাশি ওই ব্যক্তি যেন এধরনের খবর প্রকাশের জন্য ক্ষমা চায় সেবিষয়টিও স্পষ্ট করেন অভিনেত্রী।




অভিনেত্রীর ক্ষোভ প্রকাশ করার পরেই ওই দুই অনলাইন সংবাদ সংস্থার তরফে নার্গিস ফকরি অন্তঃসত্ত্বা হওয়ার খবর সংক্রান্ত বেশকিছু প্রতিবেদন তুলে নেওয়া হয়।