নিজস্ব প্রতিবেদন : বৃহস্পতিবার ​ঋষি কাপুরের শেষকৃত্য সম্পন্ন হতে না হতেই তাঁর অসুস্থতার খবর ছড়াতে শুরু করে। এমনকী, অসুস্থ হয়ে নাসিরুদ্দিন শা হাসপাতালে ভর্তি বলেও ছড়াতে শুরু করে গুঞ্জন। ফলে বর্ষীয়ান অভিনেতার কী খবর, কেমন আছেন তিনি, তা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন :  'মা আসছি', বাবাকে শেষ দেখার জন্য ছটপট করে মুম্বইয়ের রাস্তায় ঋষি-কন্যা


শুক্রবার সকালে নাসিরুদ্দিন শাহের স্বাস্থ্য নিয়ে ভক্তদের আশ্বস্ত করেন তাঁর ভাইজি সায়রা শা হালিম। তিনি জানান, তাঁর কাকা নাসিরুদ্দিন শা ভাল আছেন। কাকিমা রত্না পাঠক শাহের সঙ্গে বাড়িতেই রয়েছেন তিনি। নাসিরুদ্দিনের হাসপাতালে ভর্তি নিয়ে যে খবর ছড়ায়, তা অহেতুক গুজব ছাড়া অন্য কিছু নয় বলে স্পষ্ট জানান সায়রা।


আরও পড়ুন :  ইরফানের সঙ্গে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছেন, নতুন ছবি শেয়ার করলেন স্ত্রী


শুধু তাই নয়, শুক্রবার সকালে সায়রার বাবার সঙ্গে নাসিরুদ্দিন শাহের সঙ্গে কথা হয়েছে। মুম্বইয়ের বাড়িতে নাসিরুদ্দিন শা সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন বলেই সংবাদমাধ্যমকে জানান বর্ষীয়ান অভিনেতার ভাইজি।