ওয়েব ডেস্ক: সাদা পায়জামা-পাঞ্জাবি পরা একজন লোক। মাথায় সাদা পাগড়ি পরে ট্রাক্টর চালিয়ে এগিয়ে আসছেন। দূর থেকে দেখে বোঝার উপায় নেই তিনি আসলে কে। কাছে আসতেই দেখা গেল, তিনি বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। কোনও সিনেমার শুটিং করতে নয়, হালচাষ করতেই সরষের ক্ষেতে নেমেছেন নওয়াজউদ্দিন!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন জন্ম থেকে নায়ক, মৃত্যুর আগেই খলনায়ক, এখন


সম্প্রতি উত্তর প্রদেশে নিজের গ্রামে গিয়েছিলেন নওয়াজউদ্দিন। সেখানে গিয়ে কৃষকদের সঙ্গে সময় কাটিয়েছেন, নিজেও কাজ করেছেন। কিছুক্ষণের জন্য যেন নিজের বর্তমান পেশাকে ভুলে গিয়েছিলেন নওয়াজ। উত্তর প্রদেশ সরকার তাঁকে সমাজবাদী কিষান বিমা যোজনা-র শুভেচ্ছাদূতও বানিয়েছে। এটি কৃষকদের বিমা সেবা সরবরাহ করার একটি প্রকল্প। আসলে নওয়াজের বাবাও কৃষক ছিলেন। আর জীবনের বড় একটা সময় নওয়াজউদ্দিনও চাষের সঙ্গে যুক্ত ছিলেন।


আরও পড়ুন  ফেসবুক অ্যাকাউন্ট খুলতে কাজল এ কী করলেন!