নিজস্ব প্রতিবেদন : অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করছেন অভিনেতার স্ত্রী আলিয়া। এই মামলায় এবার কিছুটা হলেও স্বস্তি পেলেন অভিনেতা। ধর্ষণের মামলায় অভিনেতা নওয়াজউদ্দিনের গ্রেফতারির উপর স্থগিতাদেশ জারি করল এলাহাবাদ হাইকোর্ট। এমনকি অভিনেতার মা মেহেরুন্নিশা এবং দুই ভাইয়ের গ্রফতারির উপরও স্থগিতাদেশ জারি করেছে আদালত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নওয়াজউদ্দিন সিদ্দিকি, তাঁর মা ও দুই ভাইয়ের গ্রফতারির উপর আদালতের স্থগিতাদেশের কথা জানিয়েছেন অভিনেতার আইনজীবী নাদিম জাফর জাইদি। তবে নওয়াজের আরও এক ভাই মুনাজউদ্দিনের আবেদন প্রত্যাখ্যান করেছে আদালত।


এবছর ২৭ জুলাই নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে মামলা দায়ের করেন তাঁর স্ত্রী আলিয়া। নওয়াজের বিরুদ্ধে অভিযোগ আনার পাশাপাশি তাঁর দুই ভাই ও মায়ের বিরুদ্ধেও অভিযোগ এনেছিলেন তিনি। তাঁরা তাঁকে মারধর করতেন বলে অভিযোগ করেছিলেন আলিয়া। পাশাপাশি, ২০১২ সালে নওয়াজের এক ভাই, তাঁরই ভাইঝির শ্লীলতাহানি করেছিলেন বলেও অভিযোগ করেছিলেন আলিয়া। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারার পাশাপাশি পকসো আইনেও মুজাফরনগর থানায় অভিযোগ দায়ের করেন অভিনেতার স্ত্রী।


আরও পড়ুন-দশেরা ২০২০ : গায়ত্রী মন্ত্র পাঠ করল রীতেশ ও জেনেলিয়ার দুই পুত্র


প্রসঙ্গত, নওয়াজউদ্দিন সিদ্দিকির থেকে বিবাহবিচ্ছেদ চেয়ে ৩০ কোটি টাকা দাবি করেছেন তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকি। বিপুল অঙ্কের অর্থের পাশাপাশি মুম্বইয়ের ইয়ারি রোডে ৪ বিএইচকে-র একটি ফ্ল্যাটও আলিয়া  দাবি করেন বলে জানা যায়।