নিজস্ব প্রতিবেদন: ফের এক মাদক পাচারকারীকে পাকড়াও করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। মুম্বই থেকেই পাকড়াও করা হয় ওই মাদক পাচারকারীকে। ধৃতের নাম সুনীল গাভাই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্রের খবর, ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়াকে মাদক সরবারহ করত সুনীল গাভাই। ভারতী, হর্ষ জামিনে মুক্তি পাওয়ার পর এবার সুনীল গাভাইকে গ্রেফতার করে এনসিবি। ধৃত মাদক পাচারকারীর কাছ থেকে অন্য কোনও তথ্য মিলেছে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে সুনীল গাভাই একজন ডেলিভারি বয়ের সাহায্যে মুম্বইয়ের বিভিন্ন জায়গায় মাদকের কারবার করত বলে জানা যায়।


আরও পড়ুন : 'পালটে যাচ্ছে আমার শরীর', কীসের ইঙ্গিত দিলেন মোনালী ঠাকুর!


গত ২১ নভেম্বর গ্রেফতার করা হয় জনপ্রিয় কৌতুক শিল্পী ভারতী সিং এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়াকে। নির্দিষ্ট খবরের ভিত্তিতে ভারতীর বাড়িতে তল্লাসি চালায় এনসিবি। এরপর তাঁর মুম্বইয়ের বাড়ি থেকে গাঁজা উদ্ধার করা হয়। ভারতীর বাড়ি থেকে গাঁজা উদ্ধারের পর পরই তাঁকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ভারতীর গ্রেফতারির পর থেকেই ফের নতুন করে একদফা শোরগোল শুরু হয়ে যায়।