ব্যুরো: কলকাতার কঙ্কালকাণ্ডের সমাধান খুঁজতে উঠে আসছে ইনসেস্ট, নেক্রোফিলিয়ার তত্ত্ব। দেশ-বিদেশের বেশ কিছু সিনেমায় এর আগে দেখা গিয়েছে শব সহবাসের মতো বিকৃত যৌনাচারের কাহিনী। আর ইনসেস্টের গল্প নিয়ে তৈরি হয়েছে একাধিক ভারতীয় সিনেমা। মুম্বইয়ে হারিয়ে যাওয়া বাবাকে খুঁজতে আসা। এরপর সেই বাবার সঙ্গেই নিয়মিত যৌন সম্পর্ক। অনুরাগ কাশ্যপের ছবি দ্য গার্ল ইন ইয়েলো বুট- সিনেমা চমকে দিয়েছে ভারতীয় দর্শককে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আটের দশকের শুরুতে মন্ডি সিনেমায় পরিবারের মধ্যে রীতি বিরুদ্ধ যৌন সম্পর্কের সাহসী ছবি তুলে ধরেছিলেন শ্যাম বেনেগাল।


ইনসেস্টের মতো নেক্রোফিলিয়া মূল বিষয় হয়েছে হলিউডের বেশ কিছু সিনেমায় । যেমন উনিশশো তিয়াত্তরের সিনেমা লভ মি ডেডলি।


নেক্রোফিলিয়া সবচেয়ে ভয়ঙ্কর চেহারাটা বোধহয় দেখা গিয়েছে জার্মান ছবি নেক্রোমান্টিক-এ।


শব সহবাসের মতো বিষয় এসেছে বাংলা ছবিতেও। যেমন,  সৃজিত মুখোপাধ্যায়ের ফিল্ম নির্বাক-এ।