নিজস্ব প্রতিবেদন : বলিউডে যখন বিয়ের মরশুম চলছে ঘটা করে, সেই সময় সম্পর্ক ভেঙে গেল জনপ্রিয় গায়িকার। অল্প কিছুদিনের মধ্যে বিয়ে করার কথা জানালেও, শেষ পর্যন্ত বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্করের সম্পর্ক আর স্থায়ী হল না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : স্নানের পোশাকে নেহা কক্কর, ভাইরাল জনপ্রিয় গায়িকার বাথরুমের ছবি
রিপোর্টে প্রকাশ, 'ইন্ডিয়ান আইডল'-এর বিচারক নেহা কক্কর নাকি হিমাংশু কোহলির সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছেন। ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে হিমাংশুকে 'আনফলো' করে দিয়েছেন নেহা। তবে বিচ্ছেদের বিষয় নিয়ে নেহা বা হিমাংশু নিজেরা এখনও পর্যন্ত মুখ খোলেননি। তবে শেষ পর্যন্ত নেহার সঙ্গে হিমাংশুর পাকাপাকিভাবে বিচ্ছেদ হয়ে যায় কি না, সেটাই দেখার।


আরও পড়ুন : ইশা-আনন্দের সঙ্গীতে রণবীর-দীপিকা যেন আগুন 'ঝরালেন', দেখুন ভিডিও




সম্প্রতি দুবাইয়ের একটি অনুষ্ঠানে গিয়ে ভাইরাল হয় বলিউডের জনপ্রিয় গায়িকার একটি ছবি। যেখানে স্নানের পোশাক পরে বাথরুমের মধ্যে বসে থাকতে দেখা যায় নেহা কক্করকে। আর ওই ছবি প্রকাশ্যে আসার পর পরই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।