নিজস্ব প্রতিবেদন : 'ডোরেমন' দেখেননি অথচ ৯ এর দশকে জন্মেছেন এমন মানুষ হয়তবা কমই আছেন। শিশুদের মধ্যে 'ডোরেমন'-এর জনপ্রিয়তার কথা নতুন করে বলারও কিছু নেই। জাপানের দুই লেখক ফুজিকো ফুজিওর তাঁদের কর্মজীবনে নীল রঙের রোবটিক বিড়াল 'ডোরেমন'-এর জন্য বহু পুরস্কার পেয়েছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'ডোরেমন' যাঁর কাছে থাকেন, সেই দুষ্টু শিশু নোবিতার সঙ্গে তাঁর বন্ধুত্বই গল্পের মূল প্লট। আর নোবিতা, শিজুকাকে মুগ্ধ করার চেষ্টায় রয়েছে, যাকে সাহায্য করছে ডোরেমন। তবে আসল মজার ঘটনাটাই ঘটতে চলেছে 'ডোরেমন'-এর পরবর্তী পার্ট 'Stand by Me Doraemon 2'-এ।  ২০১৪য় মুক্তি পাওয়া Stand by Me Doraemon-এর সিক্যুয়েল এটি। যেখানে নোবিতার সঙ্গে শিজুকার বিয়ে দেখতে পাবেন দর্শকরা। ছবির পোস্টার সেকথাই  প্রকাশ্যে এনেছেন নির্মাতারা। 


আরও পড়ুন-ছোটবেলার তিক্ত স্মৃতি এখনও বয়ে বেড়াচ্ছেন Sunny Leone



নোবিতা ও শিজুকার বিয়ের খবরে উচ্ছ্বসিত নেটিজেনরা। অনেকেই লিখেছেন এই ছবিটি ফের একবার তাঁদের শৈশব ফিরিয়ে দিতে চলেছে। 











ছবিটি গত নভেম্বরে (২০২০) জাপানে মুক্তি পেয়ছিল। ২০২১-এর ফেব্রুয়ারিতে ভারত ও  ইন্দোনেশিয়ায় মুক্তি পেতে চলেছে  'Stand by Me Doraemon 2'।


আরও পড়ুন-Indonesia-র নির্জন দ্বীপে তানিশা, নেটিজেনদের মন কাড়লেন Kajol-র বোন