ওয়েব ডেস্ক: ৩০ জুলাই, প্রথম পোস্টার লঞ্চের ৭২ ঘণ্টার মধ্যেই আমির খান প্রযোজিত সিনেমা 'সিক্রেট সুপারস্টার' ছবির দ্বিতীয় পোস্টারটিও রিলিজ হয়ে গেল। আজ 'সিক্রেট সুপারস্টার' ছবির ট্রেলার লঞ্চের আগেই দ্বিতীয় পোস্টরটি রিলিজ করেন বলিউডের তারকা অভিনেতা আমির খান। টুইটারে ছবির নতুন পোস্টার রিলিজ করার কয়েক ঘণ্টার মধ্যেই তা সোশ্যাল মাধ্যমে ভাইরালের আকার নিয়েছে। এখন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে 'সিক্রেট সুপারস্টার' ছবির ট্রেলার মুক্তির জন্য। 'মিস্টার পারফেকশনিস্ট' আমির, তাঁর আগামী ছবির পোস্টার রিলিজের সঙ্গে এটাও জানিয়েছেন, আজ সন্ধ্যা ৬.৩০টায় রিলিজ করবে 'সিক্রেট সুপারস্টার' সিনেমার ট্রেলার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



উল্লেখ্য, এবছর দীপাবলিতেই মুক্তি পাচ্ছে আমির খানের ছবি 'সিক্রেট সুপারস্টার'। 'দঙ্গল' ছবির আকাশছোঁয়া সাফল্যের পর এই ছবি নিয়েও উচ্চাকাঙ্ক্ষা রয়েছে চলচ্চিত্র প্রেমীরদের মনে।