রিলিজ হল `ওয়ান নাইট স্ট্যন্ড`-র নতুন গান `ইজাজত`
এক বাত কহুঁ ক্যায়া ইজাজত হ্যায়
ওয়েব ডেস্ক: এক বাত কহুঁ ক্যায়া ইজাজত হ্যায়
তেরি ইশক কি মুজকো আদত হ্যায়...
অরিজিত সিংয়ের গলায় এভাবেই সানি লিওনের কাছে 'ওয়ান নাইট স্ট্যন্ড'-এর 'ইজাজত' চাইছেন তনুজ ভিরওয়ানি। সানি কি দিলেন 'ইজাজত'? তারপরই বা কি হল? সব কিছুই ধরা পড়েছে 'ওয়ান নাইট স্ট্যন্ড'-এর নতুন গান 'ইজাজত'-এ।
রিলিজ হল সানি লিওনের আগামী ছবি 'ওয়ান নাইট স্ট্যান্ড'-এর নতুন গান 'ইজাজত'। এই গানে বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্যে দেখা যাবে সানি লিওন ও তনুজ ভিরওয়ানি। শুধু সানির নয়, অরিজিত সিংয়ের গলার জাদুও আরো বেশি 'হট' করে তুলেছে ইজাজতকে। গানটি লিখেছেন শাব্বির আহমেদ এবং কম্পোজ করেছেন মিট ব্রাদার্স। দেখে নিন কেমন হল 'ওয়ান নাইট স্ট্যন্ড'-এর নতুন গান।