নিজস্ব প্রতিবেদন: পরনে সাদা গাউন, পরে প্রিয়াঙ্কা তখন বিয়ের জন্য তৈরি। বিয়ের মঞ্চে নিয়ে যাওয়ার সময় মা মধু চোপড়া যখন তাঁর হাতে সাদা জিনিয়া ফুলের বোকে ধরিয়ে দিচ্ছিলেন। তখন প্রিয়াঙ্কার হাত নাকি কাঁপছিল। আর পাঁচ জন সাধরণ ভারতীয় মেয়ের মতোই ভীষণই নার্ভস হয়ে পড়েন তিনি। তারপর দরজা খুলে বের হয়ে নিককে দেখতেই সব ভয় কেটে যায় তাঁর। মনে হতে থাকে, না, এটাই তাঁর জীবনের সেরা সিদ্ধান্ত। বিয়ের আগে পরিস্থিতিকে নিজের মনের পরিস্থিতিকে এভাবেই তুলে ধরেছেন প্রিয়াঙ্কা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেখুন প্রিয়াঙ্কা ক্রিশ্চিয়ান রীতিতে বিয়ের কিছু ঝলক...




প্রিয়াঙ্কাকে বধূ বেশে দেখে চোখে জল এসে যায় নিকের। একই ভাবে নিককে দেখে আবেগ তাড়িত হয়ে পড়েছিলেন প্রিয়াঙ্কাও। দেখুন সেই মুহূর্ত...


আরও পড়ুন-হিন্দু ও ক্রিশ্চিয়ান রীতিতে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের প্রথম ছবি প্রকাশ্যে





ক্রিশ্চিয়ান রীতিতে বিয়ের পর রোম্যান্টিক ডান্স করতে দেখা যায় প্রিয়াঙ্কা-নিককে। পুরোটাই যেন ছিল স্বপ্নের মতোই সুন্দর...


আরও পড়ুন-প্রিয়াঙ্কা-নিকের বিয়ে যেন রূপকথা, দেখুন সমস্ত ছবি...





জানা যাচ্ছে ক্রিশ্চিয়ান রীতিতে বিয়ের সময় প্রিয়াঙ্কা যে সাদা গাউনটি পরেছিলেন সেটি রালফ লরেনের ডিজাইন করা। যেটি তৈরি করতে নাকি সময় লেগেছে ১৮২৬ ঘণ্টা। তবে প্রিয়াঙ্কা ক্রিশ্চিয়ান রীতিতে বিয়েতে সব থেকে বেশি নজর কেড়েছে তাঁর ৭৫ ফুট লম্বা ভেল।


আরও পড়ুন-কত সময় ধরে তৈরি হয়েছে প্রিয়াঙ্কা এই লাল লেহেঙ্গা? দেখুন...