নিজস্ব প্রতিবেদন : এই মুহূর্তে রাজনীতিতে আসছেন না। বড় ঘোষণা করলেন সুপারস্টার রজনীকান্ত (Rajinikanth)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ট্যুইট করেন রজনীকান্ত। সেখানে তিনি জানান, এই মুহূর্তে রাজনীতিতে আসছেন না তিনি। তাঁর এই ঘোষণা অনেক মানুষ এবং ভক্তদের মন ভেঙে দেবে, এটা ঠিক কিন্তু তাঁরা যেন ক্ষমা করে দেন। এবার এমনই জানান রজনীকান্ত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



সম্প্রতি হাসপাতাল থেকে মুক্তি পান রজনীকান্ত। উচ্চ রক্তচাপের সমস্যার জেরে হাসাপতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতালে ভর্তির পর থেকেই টানা পর্যবেক্ষণে রাখা হয় থলাইভাকে। হায়দরাবাদের ওই হাসপাতাল থেকে বেশ কিছুটা সুস্থ হয়ে তবেই বাড়িতে ফেরেন তিনি। রজনী বাড়িতে ফেরার পর থেকেই তাঁর রাজনীতিতে আগমন হবে কি না, তা নিয়ে জোরদার জল্পনা শুরু হয়। সেই জল্পনায় কার্যত ইতি টেনে থলাইভা ঘোষণা করে দিলেন, এই মুহূর্তে তিনি রাজনীতিতে আসছেন না।


আরও পড়ুন : ​কনকনে শীতে শিমলায় Ankush-Oindrila, ভাইরাল জনপ্রিয় জুটির ছবি


সম্প্রতি হায়দরাবাদে গিয়ে পরবর্তী সিনেমা আন্নাথের শ্যুটিং শুরু করেন রজনীকান্ত। ওই সিনেমার শ্যুটিং করতে গিয়েই সমস্যার সূত্রপাত। শ্যুটিংয়ের মাঝ পথে ইউনিটের বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হন। আন্নাথের সেটের কয়েকজনের রিপোর্ট পজিটিভ আসার পরই করোনা পরীক্ষা করা হয় রজনীরও। যদিও করোনা থাবা বসায়নি সুপারস্টারের শরীরে, তবুও প্রত্যেকের নিরাপত্তার কথা ভেবেই বন্ধ করে দেওয়া হয় আন্নাথের শ্যুটিং। এরপরই উচ্চ রক্তচাপে ভুগতে শুরু করেন রজনী। তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। উচ্চ রক্তচাপের জেরে বেশ কয়েকদিন কড়া নজরদারিতে রাখা হয় রজনীকান্তকে। উপযুক্ত চিকিৎসার পর শেষ পর্যন্ত বেশ কিছুটা সুস্থ হওয়ার পর তবেই হাসপাতাল থেকে মুক্তি পান থলাইভা।