প্রয়াত জনপ্রিয় দক্ষিণী অভিনেতা বিনোদ
ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
নিজস্ব প্রতিবেদন: প্রয়াত দক্ষিণী অভিনেতা বিনোদ ওরফে আরিসেট্টি নগেশ্বরা রাও। শুক্রবার রাত ২টো নাগাদ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। শুক্রবার রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পরলে তাঁকে হাসপাতালে নিয়ে যান তাঁর পরিবারের লোকজন। সেখানেই চিকিৎসকরা অভিনেতাকে মৃত বলে ঘোষণা করেন।
বিনোদ ওরফে আরিসেট্টি নাগেশ্বরা রাও ১৯৮০ সালে ভি বিশ্বেশ্বর রাও পরিচালিত কীর্তি কথা কানাকাম নামে একটা ছবির মাধ্যমে প্রথম অভিনয় জগতে প্রবেশ করেন। তারপর ৩০০রও বেশি ছবিতে তিনি অভিনয় করেন। তাঁর অভিনীত 'চান্টি', 'লরি ড্রাইভার', 'ইন্দ্র' সহ বেশকিছু ছবির মাধ্যমে তিনি জনপ্রিয়তা লাভ করেন।
জনপ্রিয় অভিনেতার প্রয়াণে দক্ষিণী চলচ্চিত্র দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। অভিনেতা বিনোদকে শেষ শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছে হায়দরাবাদের মুভিজ আর্টিস্ট অ্যাসোসিয়েশন।
আরও পড়ুন-অভিনেত্রীর রাজশ্রী দেশপান্ডের ঘনিষ্ঠ দৃশ্য পর্ন সাইটে ভাইরাল