নিজস্ব প্রতিবেদন : বৃহস্পতিবার সিদ্ধার্থ শুক্লা (Sidharth Shukla)র হঠাৎ চলে যাওয়ার খবর যেন কোনওভাবেই মানতে পারছে না বলিপাড়া। এদিন সকাল থেকে বি-টাউনে শোকের ছায়া। সেই আঁচ লেগেছে টলিপাড়াতেও। মাত্র ৪০ বছর বয়সে সিদ্ধার্থের মৃত্যুর খবরে হতবাক নুসরত (Nusrat Jahan), যশ (Yash Dasgupta), শুভশ্রী (Subhashree Ganguly), রুক্মিণী (Rukmini Maitra)রা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন সকালে সিদ্ধার্থের মৃত্যুর খবর পেয়ে সাংসদ, অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan) টুইটারে লেখেন, ''এত তাড়াতাড়ি সকলকে ছেড়ে চলে গেলেন। খুবই হৃদয় বিদারক খবর। এখনও বিশ্বাস করতে পারছি না। আত্মীর শান্তি কামনা করি।''


আরও পড়ুন-'কোনওভাবেই বিশ্বাস হচ্ছে না!' Sidharth Shukla-র হঠাৎ চলে যাওয়ার খবরে হতবাক বলিপাড়া



একই ভাবে নুসরতের বিশেষ বন্ধু, অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dasgupta)ও এই খবরে লেখেন, '' বিশ্বাস করতে পারছি না। আত্মার শান্তি কামনা করি।''



সিদ্ধার্থ শুক্লা (Sidharth Shukla)র মৃত্যুর খবর পেয়ে তাঁর আত্মার শান্তি কামনা করেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)।



এই খারাপ সময়ে অভিনেতা সিদ্ধার্থের পরিবারের জন্য শক্তি এবং শান্তি কামনা করেছেন রুক্মিণী মৈত্র, সঙ্গে সিদ্ধার্থের চর্চিত প্রেমিকা শেহনাজ গিলের জন্যও প্রার্থনা করেছেন রুক্মিণী। লিখেছেন, 'এক্ষেত্রে কোনও শোকবার্তা যথেষ্ঠ নয় জানি, তাও বলব শক্ত থাকুন।'



অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় লেখেন, ''আমি হতবাক, এটা কোনওভাবে সত্যি হতে পারে না। আত্মার শান্তি কামনা করি. তবে এই বাস্তবতা মানতে পারছি না।'' 



অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় লেখেন, 'জীবন বড়ই অনিশ্চিত'।



জানা যাচ্ছে,  বুধবার রাত ৮টা নাগাদ মায়ের সঙ্গে নিজের আবাসনেই হাঁটতে বেরিয়েছিলেন অভিনেতা সিদ্ধার্থ শুক্লা (Sidharth Shukla)। এরই মাঝে হঠাৎই শরীর খারাপ লাগে তাঁর। সঙ্গে সঙ্গেই তিনি ও তাঁর মা ফ্ল্যাটে ফিরে যান। ঘরে ফিরে কিছু সময় পর শরীর ঠিক না হওয়ায় ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন অভিনেতা।  বৃহস্পতিবার সকালে সঠিক সময়ে ঘুম না ভাঙায় ৯.৩০ মিনিটে তাঁর পরিবারের লোক তাঁর ঘরে গিয়ে দেখেন, সিদ্ধার্থ অচৈতন্য অবস্থায় শুয়ে রয়েছেন। বেলা ১০.৩০ নাগাদ সিদ্ধার্থকে নিয়ে যাওয়া হয় জুহুর কুপার হাসপাতালে। হাসপাতালে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তাঁর ইসিজি করান চিকিৎসকেরা। এরপর ১১.৩০ মিনিট নাগাদ হাসপাতালের তরফ অভিনেতাকে মৃত বলে ঘোষণা করা হয়। বলা হয় থেহাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে সিদ্ধার্থ শুক্লা (Sidharth Shukla)র।


  (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)