নিজস্ব প্রতিবেদন: নুসরত-নিখিলের (Nusrat-Nikhil) বিচ্ছেদ মামলার শুনানি পিছোল। এই মামলায় আরও সওয়াল জবাবের প্রয়োজন রয়েছে মনে করেন আলিপুর জেলা দায়রা আদালতের  বিচারক। এ দিন শুনানিতে হাজির ছিলেন দু'পক্ষের আইনজীবী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিতর্কের মাঝে সদ্য পুত্রসন্তানের মা হয়েছেন নুসরত (Nusrat)। তবে পুত্রসন্তান তাঁর নয় বলে আগেই দাবি করেছিলেন নিখিল। গতবছরের শেষ থেকে নিখিল ও নুসরতের (Nusrat-Nikhil) সম্পর্কে টানাপোড়েন শুরু। এক ছাদের তলায় থাকেন না তাঁরা। ৯ জুন বিবৃতি জারি করে নুসরত (Nusrat) দাবি করেন,'নিখিলের সঙ্গে আমি লিভ ইন করেছি। ফলে বিবাহ বিচ্ছেদের প্রশ্নই নেই।' পাল্টা নিখিল জবাব দিয়েছিলেন, 'আদালতে দেখা হবে।'       
  
নুসরতকে (Nusrat Jahan) বিচ্ছেদের নোটিস পাঠান নিখিল জৈন। আইনি প্রক্রিয়ায় বিয়ে না হওয়ায় অ্যানালমেন্টের মাধ্যমে নুসরতের থেকে আলাদা হতে চেয়েছেন তিনি। এ দিনও তার নিষ্পত্তি হল না। মামলার পরবর্তী শুনানি ৩ ও ৪ অক্টোবর। 


আরও পড়ুন- 'Nusrat-কে নিজের আইডল বানিয়েছো?' গর্ভনিরোধক ওষুধের প্রচার, সোশ্যাল মিডিয়ায় ট্রোলড Swastika


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)