নিজস্ব প্রতিবেদন : কঠিন পরিস্থিতিতে বাড়ি পৌঁছে দিয়েছেন। রাতারাতি গরিব মানুষগুলোর কাছে হয়ে উঠেছেন 'ভগবান'। সোনু সুদের সেই উপকারেরই প্রতিদান দিলেন ওডিশার এক শ্রমিক। সোনু সুদের প্রতি কৃতজ্ঞতা জানাতে বাড়ি ফিরে তাঁর নামেই খুললেন ঝালাইয়ের দোকান। নাম রাখলেন 'সোনু সুদ ওয়েল্ডিং ওয়ার্ক শপ'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ২৯ মে বিশেষ বিমানে ওডিশার কিছু পরিযায়ী শ্রমিককে কেরল থেকে ফিরিয়েছিলেন সোনু। সেই বিমানেই ফিরেছিলেন ওডিশার বছর ৩২ এর যুবক প্রশান্ত। তবে লকডাউন শেষে আর কেরলে ফিরে যেতে চাননা ওই শ্রমিক। ওডিশায় নিজের বাড়ির কাছেই খুলেছেন ঝালাইয়ের দোকান। সেই দোকানের নামই প্রিয় মানুষটির নামে রেখেছেন প্রশান্ত। দোকানের সামনে সোনু সুদের একটি ছবিও লাগিয়েছেন। 'টাইমস অফ ইন্ডিয়া'য় প্রকাশিত প্রতিবেদন অনুসারে ওডিশার প্রশান্ত জানিয়েছেন, ''আমি কোচি বিমানবন্দরের কাছে একটা কোম্পানিতে প্লাম্বার হিসাবে কাজ করতাম। দৈনিক ৭০০টাকা রোজগার ছিল। তবে লকডাউনে সেই কাজ আমি হারাই। ওনার নামে দোকানের নাম রাখার বিষয়ে আমি ওনার অনুমতিও নিয়েছি।''


আরও পড়ুন-'সুইসাইড গ্যাং' বলে কটাক্ষ, পাল্টা কঙ্গনাকে ইঙ্গিত করেই কি টুইট মহেশ ভাটের?



ওডিশার ভূবনেশ্বর থেকে হাটিনা বলে একটি এলাকায় রয়েছে প্রশান্ত এই ঝালাইয়ের দোকান। এর আগে সোনু সুদ এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সমস্ত পরিযায়ী শ্রমিক যতক্ষণ না নিরাপদে নিজের বাড়ি পৌঁছে যাচ্ছেন, ততক্ষণ তিনি পরিযায়ীদের বাড়ি পৌঁছে দেওয়ার কাজ চালিয়ে যাবেন।


আরও পড়ুন-COVID-19 টেস্ট করাতে কোনওভাবেই রাজি নন রেখা, ওনার পরীক্ষা করা দরকার, বলছেন মেয়র