নিজস্ব প্রতিবেদন: নিজের বেডরুমে স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় অন্য এক পুরুষকে দেখে ফেলার পর কী করতে পারেন স্বামী? রাগের বশে স্ত্রীর প্রেমিকার যৌনাঙ্গ কেটে দেওয়া কিংবা স্ত্রীকেই খুন? অথবা দুজনকে খুন করে নিজে আত্মঘাতী হওয়া? তবে সিনেমার চিত্রনাট্য বলছে এমন কাণ্ড নিজের চোখে দেখলে স্বামী 'ব্ল্যাকমেল' করেন। আগামী ৬ এপ্রিল, ২০১৮ বক্স অফিস পাচ্ছে এমনই এক রোমহর্ষক সিরিয়াল কিলিংয়ের গল্প। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- জয়পুরের রাস্তায় সাইকেল চালিয়ে পাঁপড় বিক্রি করছেন ঋত্বিক!


পরিচালক অভিনয় দেও। ছবির নাম 'ব্ল্যাকমেল'। মূল চরিত্রে অভিনয় করছেন ইরফান খান। একই সঙ্গে এই ছবিতে দেখা যাবে কীর্তি কুলহারি, দিব্যা দত্ত, অরুণোদয় সিং, ওমি বিদ্যার মত কুশীলবরা। দেখুন ছবির ট্রেলর-