ওয়েব ডেস্ক: বাপ্পি লাহিড়ি। এখন বাংলার নতুন 'মহানায়ক'। গতকাল মহানায়কের স্মৃতিতর্পণে মহানায়ক সম্মান পান বাপি লাহিড়ি। বাংলার গর্ব বাপি দা-কে ভালবাসেন সবাই। তবে বাপি দাকে থুড়ি বাপ্পি-দাকে নিয়ে জোকসও বেশ জনপ্রিয়। বাপি-দার গহনা, বাপি-দার হিন্দি বলার স্টাইল। সবই জোকসের বড় খোরাক। অলোকেশ লাহিড়ি থেকে বাপি লাহিড় হয়ে ওঠার পথে বাপি-দাকে নিয়ে নান মজার গল্পও আছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও দেখুন- বলিউড সেলিব্রিটিদের নাইট পার্টির গোপন ভিডিও ফাঁস



 


'ডিস্কো ডান্সার' থেকে শুরু করে ১২টা সুপার হিট সিলভার জুবলি সিনেমায় সুর দিয়ে, গান গেয়ে রেকর্ড গড়েছিলেন। ১৯৮৬ সালে ৩৩টা সিনেমায় ১৮০টা গান রেকর্ড করে গিনিস বুকে নাম উঠেছিল তাঁর। তবে বাপ্পি লাহিড়ির সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট বোধহয় এক হলিউড সিনেমার আবহ সঙ্গীত তৈরিতে। ১৯৮৯ সালে ''আই উইটেনেস টু মার্ডার''নামের এক হলিউড সিনেমায় ব্যাকগ্রাউন্ড স্কোর করে প্রশংসা কোড়ান বাপি দা। এই সিনেমায় প্রযোজনা করেছিলেন টেনিস তারকা বিজয় অমৃতরাজ ও পরিচালক ছিলেন জগমোহন মুন্দ্রা।


আরও পড়ুন-সলমন খানের জন্য 'নগ্ন' হলেন পাকিস্তানের এই মডেল



 


এরপর ১৯৯৭ সালে ডিভাইন লাভার্স নামে আরও একটা হলিউড সিনেমায় সঙ্গিত পরিচালনা করেছিলেন। তাহলে ব্যাপার কী দাঁড়াল, বাপ্পি দা-শুধু বাংলা, হিন্দি নয় হলিউডেও 'also hot re'.