নিজস্ব প্রতিবেদন: গোটা দেশে ধুমধাম করে পালন করা হোক গান্ধী জয়ন্তী। সেই সঙ্গে সুস্থ থাকুন, ফিট থাকুন। দেশকে স্বচ্ছ রাখুন। মনকেও রাখুন স্বচ্ছ। গান্ধী জয়ন্তীতে এভাবেই বার্তা দিলেন সলমন খান।
গান্ধী জয়ন্তীতে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এভাবেই বার্তা দিলেন ভক্তদের। শুনে নিন কী বললেন সলমন...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



বর্তমানে দাবাং থ্রি-এর শ্যুটিং শুরু করেছেন সলমন খান। এই সিনেমায় সলমনের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন সোনাক্ষী সিনহা এবং সাই মঞ্জরেকর। সলমনের সিনেমা দিয়েই বলিউডে পা রাখছেন মহেশ মঞ্জরেকরের মেয়ে সাই মঞ্জরেকর।


আরও পড়ুন : নবরাত্রিতে জমিয়ে গরবা, ভাইরাল প্রিয়াঙ্কার নাচ


তবে এই সিনেমার পরিচালনা কে করছেন, সে  বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। পাশাপাশি এই সিনেমায় এবারও কোনও ধামাকাদার আইটেম নম্বর থাকছে কি না, সে বিষয়েও কিছু স্পষ্ট নয়।