নিজস্ব প্রতিবেদন : লস অ্যাঞ্জেলসের ঝাঁ চকচকে থিয়েটারে অনুষ্ঠিত হল ৯১ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। দশ বছরের প্রতীক্ষার পর এবছর এক ভারতীয়র হাতে উঠেছে অস্কার। চলুন দেখে নেওয়া যাক অন্যান্য নমিনেশনে কাদের মাথায় উঠল সেরার শিরোপা। এর আগে ২০০৯ সালে স্লামডগ মিলিয়ানিয়রের জন্য অস্কার পেয়েছিলেন সুরকার এআর রহমান ও সাউন্ড ইঞ্জিনিয়র রেসুন পুকুট্টি। ২০১৯ সালে অস্কার পেলেন গুরণীত মঙ্গা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সেরা ছবি- গ্রিন বুক
সেরা পরিচালক- আলফন্সো কিউয়েরন(রোমা)
সেরা অভিনেতা – রামি মালেক( বোহেমিয়ান রাপসোডি)
সেরা অভিনেত্রী- অলিভিয়া কলম্যান( দ্য ফেভারিট)
সেরা সহ অভিনেতা- মাহেরশালা আলি(গ্রিন বুক)
সেরা সহ অভিনেত্রী- রেজিনা কিং ( ইফ বিয়েল স্ট্রিট কুড টক)



(রেজিনা কিং)


সেরা বিদেশি ছবি- রোমা
সেরা অরিজিনাল সং- লেডি গাগার ‘শ্যালো’(অ্যা স্টার ইজ বর্ন), প্রথমবার অস্কার পেলেন লেডি গাগা।
সেরা অরিজিনাল স্ক্রিনপ্লে- গ্রিন বুক।
সেরা স্বল্পদৈর্ঘ্যের ছবি- লাইভ অ্যাকশন
সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম- বাও
সেরা অ্যানিমেটেড ফিচার- স্পাইডারম্যান: ইন্টু দ্য স্পাইডারভার্স



(স্পাইডারম্যান: ইন্টু দ্য স্পাইডারভার্স-এর কলাকুশলীরা)


সেরা সম্পাদনা- বোহেমিয়ান র‌্যাপসোডি
সেরা সিনেম্যাটোগ্র্যাফি- রোমা(আলফন্সো কিউয়েরন)
সেরা সাউন্ড মিক্সিং- বোহেমিয়ান র‌্যাপসোডি
সেরা সাউন্ড এডিটিং- বোহেমিয়ান র‌্যাপসোডি
সেরা প্রোডাকশন ডিজাইন- ব্ল্যাক প্যান্থার, হানা বিচলার



সেরা কস্টিউম ডিজাইন- ব্ল্যাক প্যান্থার, রুথ কার্টার



(রুথ কার্টার)


সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিং- ভাইস
সেরা ডকুমেন্টারি ফিচার- ফ্রি সোলো
সেরা ভিজ্যুয়ার এফেক্টস- ফার্স্ট ম্যান
ডকুমেন্টারি (শর্ট সাবজেক্ট)- পিরিয়ড. এন্ড অফ সেনটেন্স