নিজস্ব প্রতিবেদন: শিল্পের জন্য সিনেমা নাকি শুধুমাত্র পুরস্কার প্রাপ্তিই হবে এক এবং একমাত্র লক্ষ্য? যদি বলি দুটোই! তর্কপ্রিয় সিনেপ্রেমীরা দ্বিধাবিভক্ত হলেও পরিচালক পার্থ সারথি মান্না কিন্তু এক ঢিলে দুই পাখি মারার পক্ষেই। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- জীবনের প্রথম বিজ্ঞাপনের জন্য প্রিয়া কত টাকা নিচ্ছেন জানেন?


একদিকে যেমন থাকছে শিল্প নৈপুণ্যে ঠাসা একটা চিত্রনাট্য, তেমনই অন্যদিকে থাকছে বাণিজ্যিক সাফল্যের জাদুকাঠিও। ২৭ জুলাই আসছে ‘অস্কার’। পরিচালনায় পার্থ সারথি মান্না। কুশীলবদের মধ্যে রয়েছেন সাহেব ভট্টাচার্য, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়-সহ প্রিয়াংশু চট্যোপাধ্যায়ের মতো অভিনেতারা। সঙ্গীত পরিচালনায় লয়-দীপ। ‘অস্কার’ ছবিতে গান গেয়েছেন রাজ এবং রূপম। সব মিলিয়ে এই শ্রাবণে একটা জমাটি গল্প পেতে চলেছে বাঙালি দর্শক।  



আরও পড়ুন- 'রিইউনিয়ন'! ফের কাছাকাছি পরমব্রত-রাইমা


বাবা চেয়েছিলেন ছবি বানিয়ে দেশের জন্য অস্কার জিতে আনবেন। তবে তাঁর হঠাত্ মৃত্যুতে তা আর হয়নি। অগত্যা, বাবার স্বপ্ন নিজের চোখেই বুনতে শুরু করল ছেলে। সাহেব অভিনয় করছেন এই চরিত্রেই। যার শয়নে-স্বপনে কেবল আর কেবলমাত্র অস্কার। এটাই শুরু, বাকিটা ক্রমশ প্রকাশ্য। আপাতত দেখুন ‘অস্কার’ ট্রেলর-