নিজস্ব প্রতিবেদন : ডিসেম্বরে মুক্তি পাচ্ছে সঞ্জয় লীলা বনশালীর পদ্মাবতী। কিন্তু, সিনেমার শুটিং শুরু হওয়ার পর থেকেই বনশালীর ওই সিনেমা নিয়ে বিতর্ক চড়ছে। কখনও রাজস্থানে শুটিং করতে দেওয়া হয়নি পরিচালককে, আবার কখনও মুছে দেওয়া হয়েছে পদ্মাবতীর রঙ্গোলী। সবকিছু মিলিয়ে সঞ্জয়লীলা বনশালীর এই সিনেমা নিয়ে জোর তরজা শুরু হয়েছে মুক্তির আগে থেকেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আর এবার পদ্মাবতী নিয়ে সঞ্জয় লীলা বনশালীকে তীব্র আক্রমণ করলেন বিজেপির এক সাংসদ। বিজেপির উজ্জয়িনীর সাংসদ চিন্তামণি মালব্য বলেন, ‘সঞ্জয় লীলা বনশালীর মত পরিচালকরা অন্য কোনও ভাষা বোঝেন না। এঁরা শুধু জুতোর ভাষা বোঝেন।’ ইতিহাসের কোনও বিকৃতি এই দেশের মানুষ সহ্য করবেন না বলেও মন্তব্য করেন বিজেপির ওই জনপ্রতিনিধি।


আরও পড়ুন : 'পোশাক ছিঁড়ে আরও বিভাজিকা দেখান'


এসবের পাশাপাশি বনশালীকে কটূক্তি করে চিন্তামণি মালব্য আরও বলেন, ‘যে পরিচালকের পরিবারের মহিলারা প্রতিদিন তাঁদের স্বামী পরিবর্তন করেন, তাঁরা কীভাবে জওহর ব্রতের মাহাত্ম্য বুঝবেন?’