নিজস্ব প্রতিবেদন: সালটা ছিল ১৯৫৪। ওই সালেই মাত্র ১৯ বছর বয়সে ধর্মেন্দ্রকে বিয়ে করেন প্রকাশ কউর। দুই ছেলে সানি এবং ববির জন্মের পর প্রথম স্ত্রী প্রকাশ কউরের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় ধর্মেন্দ্রর। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর বলিউডের 'ড্রিম গার্ল' হেমা মালিনিকে বিয়ে করেন ধর্মেন্দ্র। বিচ্ছেদের পর থেকে প্রকাশ কাউরের সঙ্গে ধর্মেন্দ্রকে আর সেভাবে দেখা যায়নি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন :  'ক্যা হুয়া তেরা ওয়াদা', শহরের রাস্তায় গান গেয়ে এভাবেই কাটত রানুর দিন



বিচ্ছেদের এত বছর পর এবার নাতি করণ দেওলের সিনেমার জন্য ফের ক্যামেরার সামনে এলেন প্রকাশ কউর। করণ দেওলের প্রথম সিনেমা 'পল পল দিল কে পাস' মুক্তি পায় শুক্রবার। মুক্তির আগে সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে মা প্রকাশ কউর এবং স্ত্রী পূজাকে নিয়ে হাজির হন সানি দেওল। করণ দেওলের সিনেমার স্ক্রিনিংয়ে সস্ত্রীক হাজির হন ববি দেওল। ভাইপোর সিনেমার স্ক্রিনিংয়ে হাজির হন অভয় দেওলও। সেখানে হাজির হন ধর্মেন্দ্রও। তবে 'পল পল দিল কে পাস'-এর স্পেশাল স্ক্রিনিংয়ে পাপরাতজির নজর কেড়ে নেন ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কউর। ধর্মেন্দ্রর সঙ্গে তাঁর মুখোমুখি সাক্ষাত হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।  (ছবি সংগৃহীত)