নিজস্ব প্রতিবেদন : নাবালিকাকে চুমু খাওয়ার বিতর্কে কাঠগড়ায় সঙ্গীতশিল্পী পাপন। যে ঘটনাকে ঘিরে চারিদিকে সমালোচনার ঝড়, ঠিক তখন পাপনের পাশে দাঁড়ালেন খোদ নাবালিকার বাবা। তিনি স্পষ্ট জানানো কোনও রকম অসৎ অভিপ্রায়ে তাঁর মেয়ে চুম্বন করেননি সঙ্গীতশিল্পী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একটি রিয়েলিটি শোতে বিচারকের আসনে রয়েছেন সঙ্গীতশিল্পী অঙ্গরাগ পাপন। সেই রিয়েলিটি শোয়েরই হলির অনুষ্ঠানের শ্যুটিং চলছিল। তখনই এক কিশোরীর গালে আবির লাগানোর পর তার গালে চুমু খেতে দেখা যায় পাপনকে। গোটা বিষয়টি ধরা দেয় ফেসবুক লাইভে। নিমেষে ভাইরাল হয়ে যায় এই ভিডিও। মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। পসকো আইনে মামলা রুজু করেন আইনজীবী রুণা ভুইঞাঁ। তবে গোটা ঘটনায় খোদ নাবালিকার বাবাই সঙ্গীতশিল্পীর পাশে দাঁড়িয়েছেন।


নাবালিক বাবা তাঁর বিবৃতিতে জানান, ''যা কিছু ভিডিওতে দেখা গেছে তাতে এক্কেবারেই কোনও খারাপ উদ্দেশ্য ছিল না। এটা ওই মুহূর্তের আবেগেই ঘটে গেছে। দয়া করে এটাকে নিয়ে অকারণ জলঘোলা করবেন না। সঙ্গীতশিল্পী পাপনের সঙ্গে আমার মেয়ের সম্পর্ক গুরু-শিষ্যের মতোই। পাপন বরাবরই আমার মেয়েকে তাঁর স্বপ্ন পূরণে উৎসাহ দিয়ে এসেছেন। শুধু আমার মেয়েই নয় ওই শোয়ের সমস্ত প্রতিযোগিকেই সমান ভাবে উৎসাহ দেন পাপন। ''



এদিকে পাপনের ফেসবুক থেকে এখনও ভিডিওটি ডিলিট করা হয়নি। বিষয়টি নিয়ে সোশ্যাল সাইটে ব্যখ্যা দিয়েছেন সঙ্গীতশিল্পী নিজেও। তিনি লিখেছেন '' কয়েকদিন ধরে যা ঘটছে তাতে আমি মর্মাহত। আমি ভীষণই আবেগপ্রবণ একজন মানুষ। আমি যেভাবে বড় হয়েছি তাতে আমার কাছের মানুষগুলো এবং আমাকে যাঁরা ঘিরে রয়েয়ে সবার প্রতিই আমার একটা আবেগ রয়েছে।  ওই কিশোরী যার আমি মেন্টর হিসাবে রয়েছি, তার প্রতিও আমি সমান স্নেহশীল।  এটা তারই প্রকাশ মাত্র। তা নাহলে যেখানে ভিডিওটি আমার ফেসবুক লাইভে রয়েছে, সেখানে আমি জেনেশুনে কেন এধরনের ঘটনা ঘটাব যাতে আমার দিকে এভাবে আঙুল উঠবে। সকলের কাছে আমার অনুরোধ, এধরনেক কথা বলার আগে একবার ভাবুন যে কী ভয়ানক একটা অভিযোগ করা হচ্ছে।'' 


পাপন আরও বলেন, ''আমি কোনও অন্যায় করিনি বলেই মনে হচ্ছে। তবুও  যদি নাবালিকাকে স্নেহের চুম্বন করেও আমি কোনও ভুল করেছি বলে আপনাদের মনে হচ্ছে, তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছে। তবে এটা কখনও যৌন হেনস্থা নয়। ...দয়া করে পুরো বিষয়টি না জেনে এমনকিছু বলবেন না যাতে দুই পরিবারে অসম্মান হয়...''