Parambrata Chatterjee’s Marriage: বিয়ের পর ভবানীপুরে নৈশপার্টি, কোন কোন তারকা এলেন ‘পরমপিয়া’র রিসেপশনে?
Parambrata Chatterjee’s Marriage: সোমবার যোধপুরপার্কের বাড়িতে আইনি বিয়ে করেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। পরিবারের উপস্থিতিতেই চার হাত এক হল। সকালে বিয়ের পর ভবানীপুর হাউজে রিসেপশন পার্টি দেন অভিনেতা। সেখানে হাজির আমন্ত্রিতরা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোমবার রেজিস্ট্রি ম্যারেজ করেন পরমব্রত চট্টোপাধ্যায়(Parambrata Chatterjee) ও পিয়া চক্রবর্তী(Piya Chakraborty)। পরিবারের উপস্থিতিতে যোধপুর পার্কে পরমব্রত চট্টোপাধ্যায়ের বাড়িতেই বিয়ে করেন ‘পরমপিয়া’(Parampiya)। সব মিলিয়ে ২৫ থেকে ৩০জনের উপস্থিতিতেই সম্পন্ন হল বিয়ে।
আরও পড়ুন- Srabanti Chatterjee: তারাপীঠে শ্রাবন্তী, 'দেবী চৌধুরানী'র শ্যুটের আগে পুজো দিলেন অভিনেত্রী!
দুজনেই সেজেছিলেন বাঙালি পোশাকে। পরমব্রত পরেছিলেন গেরুয়া রঙের পাঞ্জাবী সঙ্গে পেস্তা রঙের জহর কোট। পিয়া পরেছিলেন লাল-সাদা কম্বিনেশনের তাঁতের শাড়ি, সঙ্গে জামদানি ডিজাইনের ব্লাউজ, পোশাকের সঙ্গে মানানসই সোনার গয়না। বিয়ের মেনুতে ছিল বাঙালি পদ- কড়াইশুঁটির কচুরি, আলুরদম, পোলাও, মাছের কালিয়া, মাংস, চাটনি ও নকুড়ের সন্দেশ।
আরও পড়ুন- Parambrata Chatterjee’s Marriage: রেজিস্ট্রির পর মুখ খুললেন পরমব্রত, ‘বুড়ো বয়সে বিয়ে করলে...’
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)