নিজস্ব প্রতিবেদন : পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন পায়েল ঘোষ। FIR দায়ের করার পর সম্প্রতি পায়েলকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় ভারসোভা থানার পুলিস। কুপার হাসপাতালে অভিযোগকারিনী বাঙালি অভিনেত্রীর মেডিক্যাল পরীক্ষাও হয়। আর এরপরেই ফের টুইটারে মুখ খোলেন পায়েল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উদ্দেশ্য প্রশ্ন ছুড়ে দিয়েছেন পায়েল। টুইটে লিখেছেন, ''আমি এমন একজন অপরাধীর বিরুদ্ধে মামলা দায়ের করেছি, যাঁর বিরুদ্ধে অন্য আরও অনেকে একই রকম অপরাধের কথা বলেছেন। আমাকে পুলিস ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করছে। অথচ অভিযুক্ত ঠাণ্ডা ঘরে আরাম করে বসে রয়েছেন। আমি কি বিচার পাব স্যার?''


আরও পড়ুন-''মৃত্যুর আগে দিশাকে শোবার ঘরে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়'', বললেন কেন্দ্রীয় মন্ত্রী



এর আগে পায়েল ঘোষের আইনজীবী নীতিন সতপুতে বলেছিলেন, ''অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয়েছে। পরিচালকের বিরুদ্ধে ধর্ষণ, অন্যায়ভাবে আটকে রাখা সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। আমরা চাই অনুরাগ কাশ্যপকে গ্রেফতার করা, কারণ এই অপরাধটি জামিনযোগ্য নয়।''


প্রসঙ্গত, এর আগে পায়েল ঘোষের আনা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন পরিচালক অনুরাগ কাশ্যপ।


আরও পড়ুন-মাস্ক পরলেও লিপস্টিক পরবই, ওটা খুবই আমার খুবই প্রিয়, পুজোর সাজ নিয়ে বললেন শ্রাবন্তী