অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে এবার FIR দায়ের করতে চলেছেন পায়েল ঘোষ
মুম্বইয়ের ওশিওয়ারা থানায় অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে FIR দায়ের করতে চলেছেন পায়েল।
নিজস্ব প্রতিবেদন : আরও বিপাকে পড়তে চলেছেন পরিচালক অনুরাগ কাশ্যপ? পরিচালকের বিরুদ্ধে এবার FIR দায়ের করতে চলেছেন অভিনেত্রী পায়েল ঘোষ। জানা যাচ্ছে, মুম্বইয়ের ওশিওয়ারা থানায় অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে FIR দায়ের করতে চলেছেন পায়েল।
এবিষয়ে অভিনেত্রী পায়েল ঘোষের আইনজীবী নীতিন সতপুতে একটি বিবৃতি জারি করেছেন। যাতে বলা হয়েছে, '' ২০১৫ সালে অনুরাগের বাড়িতে পায়েল ঘোষের শ্লীলতাহানি করা হয়েছিল এবং তাঁর সঙ্গে নোংরা আচরণ করা হয়েছিল। এবিষয়ে কাগজপত্র তৈরি করা হচ্ছে। ২১ সেপ্টেম্বর অভিযোগ দায়ের করা হবে।''
প্রসঙ্গত, শনিবার পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন অভিনেত্রী পায়েল ঘোষ। শনিবারের টুইটে পায়েল লিখেছিলেন, ''অনুরাগ তাঁর উপর নিজেকে খুব খারাপ ভাবে চাপিয়ে দিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দয়া করে এনার বিরুদ্ধে ব্যবস্থা নিন। এই শিল্পী মানুষটির চেহারের ভিতরে কত বড় দানব রয়েছে তা গোটা দেশ দেখুক। আমি জানি, এতে আমার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তাই সাহায্য চাইছি।''
এরপরে Zee ২৪ ঘণ্টাকে দেওয়া সাক্ষাৎকারেও অনুরাগের বিরুদ্ধে মুখ খোলেন বাঙালি কন্যা পায়েল। পরিচালকের বিরুদ্ধে সরব হওয়ার পর পায়েল পাশে পেয়েছেন বলি অভিনেত্রী কঙ্গনা রানাউতকে।