জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেউ গাইছেন গান, কেউ আবার দাঁড়িয়ে রয়েছেন সিগনেচার পোজে। দূরদূরান্ত থেকে এসেছেন ভক্তরা। কারোর মুখে শোনা যাচ্ছে 'কেহতে হ্যায় আগর কিসি চিজ কো দিল সে চাহো...'। সকলে এক দৃষ্টিতে তাকিয়ে 'মন্নতের' (Mannat) দিকে। মধ্যরাত যখন দেশজুড়ে দিওয়ালি পালনের ধুমধাম। এরই মধ্যে মুম্বইয়ের মন্নতের সামনে জনজোয়ার। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছেন একটি মানুষকে দেখবেন বলে। কারণ আজ 'কিং খান'-এর জন্মদিন। নভেম্বর মাস পড়া মানেই শাহরুখ উৎসব শুরু। বলাচলে একদিন আগের থেকেই ভিড় জমা শুরু হয়ে গিয়েছিল বাদশার দরবারের সামনে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন ছিল বিশাল পুলিস। ঘড়ির কাঁটায় তখন ১২টা। শুরু হয়ে যায় হুল্লোড়। ভিড় জমলেও ফ্যানেদের দেখা দিলেন না 'কিং খান' । 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Rohit Bal Passes Away: দীপাবলিতে দুঃসংবাদ, আচমকাই প্রয়াত প্রখ্যাত ডিজাইনার রোহিত বল...   


কেউ পরে এসেছেন শাহরুখ নামের টিশার্ট। কারোর হাতে পোস্টার, শুভ জন্মদিন লেখা ফ্ল্যাগ। বাদশাহর জন্মদিন উপলক্ষে কেউ বিতরণ করছেন কম্বল, কেউ আবার খাবার তুলে দিচ্ছে গরিব মানুষের মুখে। দীর্ঘক্ষণ প্রতীক্ষা করার পরও ফ্যানেরা দেখা পেলেন না বাদশাহ-র। অন্যবারের মতো এবার উপচে পড়া ভিড়ের অপেক্ষা সার্থক হল না। দেখা দিলেন না বাদশাহ। 


জানা গিয়েছে, শাহরুখ স্ত্রী গৌরী ও কন্যা সুহানাকে নিয়ে রানি মুখোপাধ্যায়ের দিওয়ালি পার্টিতে চলে গিয়েছিলেন বারোটা বাজার ঘণ্টাখানেক আগেই। দেখা যায় মন্নত থেকে বেরোই শাহরুখের কনভয়। অনেকের মতে, সম্প্রতি সলমানের বাড়ির বাইরে গুলি ও বাবা সিদ্দিকির হত্যার ঘটনাকে কেন্দ্র করে যে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে তার দিকে নজর রেখেই শাহরুখ হয়ত ঝুঁকি নিতে রাজি হননি। ফলে পরিচিত 'রিচুয়াল' থেকে দূরেই রইলেন। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)