নিজস্ব প্রতিবেদন : প্রয়াত খ্যাতনামা আলোকচিত্রী নিমাই ঘোষ। বুধবার সকালে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। বেশকিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন বর্ষীয়ান এই আলোকচিত্রী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বর্ষীয়ান এই আলোকচিত্রী। গত কয়েকদিন ধরে তিনি ঠিকমতো খাওয়াদাওয়াও করতে পারছিলেন না বলেই জানা যচ্ছে। এদিন দুপুরেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। কিংবদন্তী আলোকচিত্রী নিমাই ঘোষের প্রয়ানে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী।


নিমাই ঘোষের জন্ম হয় ১৯৩৪ সালে। সত্যজিৎ রায়ের সঙ্গে তাঁর বহু ছবিতে কাজ করেছেন তিনি। কাজ শুরু করেন গুপী গাইন বাঘা বাইন ছবির মাধ্যমে কাজ শুরু করেন। তারপর 'ঘরে বাইরে', 'হীরক রাজার দেশে',  'আগন্তুক' সহ বহু ছবিতে সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করেছেন তিনি। ২০০৭ সালে জাতীয় পুরস্কারের জুরি বোর্ডের সদস্যও ছিলেন নিমাই ঘোষ। পরে ২০১০ সালে পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন আলোকচিত্রী নিমাই ঘোষ।