নিজস্ব প্রতিবেদন : ফের বলিউড ক্যানসারের থাবা। এবার ক্যানসার ছিনিয়ে নিল 'পিকে' খ্যাত অভিনেতা সাই গুন্ডেওয়ার-কে। মাত্র ৪২ বছরেই দুনিয়া ছেড়ে বিদায় নিতে হল সাই-কে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা যাচ্ছে, মস্তিস্কের ক্যানসার আক্রান্ত হয়েছিলেন সাই গুন্ডেওয়ার। গত একবছরই সাই চিকিৎসার জন্য লস অ্যাঞ্জেলসে গিয়েছিলেন। অস্ত্রপচারও হয়েছিল তাঁর। তবে শেষরক্ষা হল না। অভিনেতার মৃত্যুতে সমবেদনা জানিয়ে টুইট করেছেন মহারাষ্ট্র সরকারের মন্ত্রী অনিল দেশমুখ। তিনি লিখেছেন, ''অভিনেতা সাই প্রসাদ গুন্ডেওয়ার, যিনি জনপ্রিয় ছবি পিকে-তে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন।  ক্যানসারের সঙ্গে লড়াইয়ে তিনি হেরে গিয়েছেন। তাঁর মতো প্রতিভাবান অভিনেতার মৃত্য ফিল্ম ইন্ডাস্ট্রির পক্ষে বড় ক্ষতি। পরিবারের প্রতি সমবেদনা রইল।''


আরও পড়ুন-টলিপাড়ায় সুখবর, সিনেমা ও সিরিয়ালের পোস্ট প্রোডাকশন শুরুর অনুমতি দিল রাজ্য সরকার



'পিকে' ছাড়াও 'বাজার', 'রক অন'-এর মতো ছবিতে অভিনয় করেছেন সাই গুন্ডেওয়ার। MTV-র জনপ্রিয় শো 'স্প্লিটস ভিলা' -২০১০-এর প্রতিযোগী ছিলেন সাই। শেষবার তাঁকে দেখা গিয়েছিল আমেরিকান রিয়েলিটি শো-এর ভারতীয় সংস্করণেও দেখা গিয়েছিল তাঁকে। গত বছর সলমন খানের 'যুবরাজ'ও দেখা গিয়েছিল তাঁকে।


আরও পড়ুন-লকডাউনের মধ্যেই দীর্ঘদিনের বন্ধু, ছায়াসঙ্গী আমোস-এর শেষকৃত্যে আমির


সম্প্রতি ক্যানসারের কারণেই মৃত্যু হয়েছে ঋষি কাপুর ও ইরফান খানের মতো অভিনেতারও।