ওয়েব ডেস্ক : কী কারণে আত্মহত্যা করলেন প্রত্যুষা ব্যানার্জি? “বালিকা বধূ”-র আত্মহত্যার পেছনে কে? “আনন্দী”র সেই মৃত্যুরহস্য ফাঁস করল পুলিস। অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জিকে আত্মহত্যায় সাহায্য করেছে তাঁর বয়ফ্রেন্ড রাহুল রাজ সিং। আজ সাফ জানিয়ে দিল পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এপ্রিল ফুলের দিন সবাইকে ‘বোকা’ বানিয়ে চলে যান প্রত্যুষা। বয়ফ্রেন্ড রাহুল রাজের সঙ্গে খুব শিগগিরই তাঁর বিয়ের কথা থাকলেও, ঘনিষ্ঠ বান্ধবী কাম্য অভিযোগ করেন যে ইদানিং প্রত্যুষাকে ঠকাচ্ছিলেন রাহুল । সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছিল।


এরপরই পুলিস জিজ্ঞাসাবাদের জন্য রাহুলকে আটক করে। জেরা চলাকালীন অসুস্থ বোধ করায় রবিবার রাহুলকে হাসপাতালেও স্থানান্তরিত করা হয়। প্রত্যুষার মৃত্যুর পিছনে তাঁর কোনও হাত নেই বলে বারবার নিজেকে নির্দোষ বলে দাবি করেন রাহুল। পুলিশ অবশ্য আজ রাহুলকে অভিযুক্ত করলেও জানিয়েছে যে প্রত্যুষার আরও ১০ জন সহকর্মীর সঙ্গে তারা কথা বলবে ।