হাসপাতালে Poonam Pandey, স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ
গত বছর স্যাম বম্বেকে বিয়ে করেন পুনম পান্ডে।
নিজস্ব প্রতিবেদন: স্বামী স্যাম বম্বের (স্যাম আহমেদ) বিরুদ্ধে পুলিসের দ্বারস্থ মডেল অভিনেতা পুনম পান্ডে (Poonam Pandey)। তাঁর অভিযোগের পরেই গ্রেফতার করা হয় স্যামকে (Sam Bombay)। স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন পুনম। সোমবার স্যামের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পরই তাঁকে গ্রেফতার করে মুম্বইয়ের বান্দ্রা থানার (Bandra Police Station) পুলিস। মুখে ও হাতে চোট পেয়েছেন অভিনেতা। সোমবারই ভর্তি হয়েছেন শহরের এক হাসপাতালে।
আরও পড়ুন: রাজ্যে প্রথমবার International Bengali Music Festival, 'লোকাল গাইবে গ্লোবাল শুনবে'
বিয়ের এক মাসের মধ্যেই গোয়ায় (Goa) হানিমুনে গিয়েছিলেন স্যাম ও পুনম। ২০২০ সালে হানিমুনে গিয়ে প্রথমবার স্বামী স্যামের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেছিলেন পুনম পান্ডে। সেসময় গোয়া পুলিসের কাছে অভিযোগ দায়ের করেছিলেন তিনি। সেসময় তিনি বলেছিলেন, স্যাম তাঁকে নিগ্রহ করেছেন, তাঁকে হুমকি দিয়েছেন এমনকি তাঁকে শারীরিক নির্যাতনও করেছেন। সেসময় গ্রেফতার করা হয় তাঁকে। কিন্তু একদিন পরেই জামিন পেয়ে যান স্যাম। তখন নিজের বিবাহ বিচ্ছেদের ঘোষণাও করে দিয়েছিলেন পুনম। কিন্তু তার কিছুদিন পরেই আবারও নিজেদের মধ্যে সমস্ত সমস্যা মিটিয়ে একসঙ্গে থাকতে শুরু করেন পুনম ও স্যাম।
২০২- সালের ২৭ জুলাই সোশ্যাল মিডিয়ায় স্যামের সঙ্গে আংটি বদলের কথা তাঁর ফ্যানেদের জানান পুনম পান্ডে। শেয়ার করেছিলেন তাঁদের বেশ কয়েকটি ছবি। এরপর ১০ সেপ্টেম্বর পরিবার ও কাছের বন্ধুদের সঙ্গে এক ঘরোয়া অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েন পুনম ও স্যাম।
আরও পড়ুন: Padma Award: পদ্মশ্রী পেলেন করণ-কঙ্গনা, বিতর্কের পর একই মঞ্চে দুই তারকা