ওয়েব ডেস্ক : প্রথম থেকেই বিতর্কের মাঝে থাকতে পছন্দ করেন তিনি। আর এবারও তার ব্যতিক্রম হল না। বিতর্কের মাঝেই 'দ্যা উইকেন্ড' নামে একটি 'অ্যাডাল্ট সর্ট মুভি'র ট্রেলর লঞ্চ করলেন তিনি। আরিয়ন সিংয়ের পরিচালিত এই ছবিটির প্রযোজনা করেছেন পুনম পান্ডে। ছবিটির বিশেষত্ব হল, এটি কেবলমাত্র স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এটাই হবে ভারতের প্রথম অ্যাডাল্ট ছবি। এই ছবিটি মুক্তি পাওয়ার দিন এখনও ঘোষণা করা হয়েনি। তবে, মুক্তি পাওয়ার পর ছবিটিকে সেন্সর বোর্ডের আওতায় আনা হবে না। ফলে, সরাসরি তা দর্শকরা টাকা দিয়ে কিনতে পারবেন।


ছবিটি নিয়ে পুনমের বক্তব্য, ''ছবিটি করার সময় বেশ কয়েকটি ক্ষেত্রে রীতিমতো ভয় লাগছিল। কারণ ছবিটে যেমন থাকছে থ্রিলার, তেমনই থাকছে যৌনতার অ্যাপিলও।