নিজস্ব প্রতিবেদন: কঙ্গনা রাওয়াতের (Kangana Ranaut) রিয়্যালিটি শো লক আপ (Lock Upp)-এ বন্দি পুনম (Poonam Pandey)। সেই শো'তেই ফ্যানদের উদ্দেশে এক অভিনব প্রতিশ্রুতি দিয়েছিলেন মডেল-অভিনেত্রী পুনম। তাঁকে ওই রিয়্যালিটি শো'তে রাখার পক্ষে ভোট করলে অন-ক্যামেরা টি-শার্ট খোলার প্রতিশ্রুতি দেন পুনম পাণ্ডে (Poonam Pandey)। সর্ব্বোচ্চ ভোট পেয়ে সেই প্রতিশ্রুতি রাখেনও তিনি। এবার ফের অশ্লীলতার জেরেই খবরের শিরোনামে পুনম। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গ্র্যান্ড ফিনালের দিন যত এগিয়ে আসছে ততই শো জিততে মরিয়া প্রতিযোগীরা নানা ধরনের কাণ্ডকারখানা ঘটাচ্ছে। এই প্রতিযোগিতার সবচেয়ে চর্চিত প্রতিযোগী পুনম পাণ্ডে। এই রিয়ালিটি শোয়ের সাম্প্রতিক এপিসোডে ফের বিতর্কে পুনম,এবার প্রকাশ্যে স্নান। পরনে নামমাত্র অন্তর্বাস। ক্যামেরার সামনেই জলকেলিতে মাতলেন মডেল অভিনেতা। শিবম শর্মা ক্যামেরার সামনে স্নান করেছিলেন, তা দেখে অনুপ্রাণিত হয়ে ক্যামেরার সামনেই স্নান করবার সিদ্ধান্ত নেন পুনম। 


পুনমের সঙ্গে জলকেলিতে মাতেন পায়েল রোহাতগি। তাঁর দিকে এক বালতি জল ছুঁড়ে দেন শিবম। প্রকাশ্যে স্নান করে লকআপের উত্তাপ বাড়িয়ে দেন পুনম। পুনম বাইরে স্নান করবে সেই খবর মুনাওয়ারকে জানান সায়েশা। মুনাওয়ার জানান যে এমন দৃশ্যের সাক্ষী থাকতে রাজি নন। দর্শক যদি এইসব দেখে পুনমকে ভোট দিতে চায়, তাহলে দিতেই পারে কিন্তু সে এইসব ব্যাপারে সে সামিল হবে না। 



আরও পড়ুন: Jeet Vs Dev: বক্স অফিসে দেব বনাম জিৎ, দুই সুপারস্টারের টক্কর নিয়ে মুখ খুললেন অভিনেতা


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)