জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবারই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলায় নায়িকা পরীমণির (Pori Moni) বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ঢাকার আদালত। তাঁর বিরুদ্ধে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানাও। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই জামিন পেলেন নায়িকা। এদিন আদালতে আত্মসমর্পণ জামিন চাইলে আদালত তার জামিন মঞ্জুর করেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Subhashree as Binodini: রুক্মিনীর পর এবার 'বিনোদিনী' শুভশ্রী! পরিচালনায় সৃজিত...


জামিন পেয়ে কেঁদেছেন নায়িকা। এরপরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পরীমণি বলেন, ‘শুরু থেকেই আইনের ওপর শ্রদ্ধাশীল ছিলাম, এখনও আছি। আইনের ওপর বিশ্বাস ছিল। আর একদম শুরু থেকেই আপনারা সবাই যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, যতটা পেরেশানিতে ছিলেন- তা দেখে আমার নিজের যত দুঃখ ছিল, সেটা ঘুচে গেছে। সবাইকে ধন্যবাদ।’


জামিন শেষে আদালতে দাঁড়িয়ে পরীমনি বলেন, ‘গতকাল থেকে সবাই যেভাবে ভালোবাসা দিয়েছেন, এই ভালোবাসার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমি গর্বিত যে এত ভালোবাসা পেয়েছি। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার এই বিশ্বাস শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি, শেষ পর্যন্ত ন্যায়বিচার পাবই। সবাই আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, এই ভালোবাসা নিয়ে আমি আসলে জিততে চাই।’


পাল্টা মামলা হওয়া প্রসঙ্গে পরীমণি বলেন, ‘এটা তো পরিষ্কার। আমি একটি মামলা করলাম তার আড়াই বছর পর পালটা মামলা করা হলো শুধুমাত্র আমাকে দমানোর জন্য। মামলাটা বিচারাধীন। আমি আশা করি, আমি ন্যয়বিচার পাব। এখান থেকে আমি আশাহত হতে চাই না। সত্যের জয় হবে।’নিজের কাজ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘কোনও গোষ্ঠী যদি আমার কাজে বাধা তৈরি করে তাহলে বলার কিছু নেই। তবে আমি তখনও আবার বলব। কী করব বলুন, কখনোই অন্যায় দেখে চুপ থাকিনি। আগামীতেও থাকব না। আমার গায়ে লাগলে কাউকে ছেড়ে কথা বলব না। বাকিদের মতো চুপ করে থাকতে পারি না।’


আরও পড়ুন- Pori Moni: অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, চাঞ্চল্যকর অভিযোগ...


সোমবার সকাল ১০টার দিকে পরীমণি আদালতে আসেন। সকাল ১০টা ১৭ মিনিটের দিকে আদালতের বিচারকাজ শুরু হয়। এমন সময় এজলাসের পেছনে একটি বেঞ্চে বসে ছিলেন পরীমণি। তাকে আসামিদের ডকে যেতে বলেন আদালত। পরীমণির পক্ষে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত (সুরভী) জামিন চেয়ে শুনানি করেন। 


পরীমণির আইনজীবী আদালতকে বলেন, ‘গতকাল মামলাটি চার্জশুনানির জন্য ছিলো। পরীমণি অসুস্থ থাকায় আদালতে আসতে পারেননি। চার্জগঠন হয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আজ আত্মসমর্পণ করেছেন। তার জামিনের প্রার্থনা করছি।’এরপর বিচারক বলেন, ‘আশা করছি, সবাই কোর্টের ডিগনিটি রক্ষা করবেন। কোর্টকে বিতর্কিত করবেন না। মামলাটা জামিনযোগ্য ধারার। আসলেই জামিন পাবেন বিষয়টা এমন নয়। বিচারাধীন বিষয়ে এভাবে আগে কথা বলাটা কতটুকু যৌক্তিক?’ পরে আদালত এক হাজার টাকা মুচলেকায় তার জামিনের আদেশ দেন।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)