নিজস্ব প্রতিবেদন: পর্নোগ্রাফি (Pornography Case) মামলায় রাজ কু্ন্দ্রা (Raj Kundra)র বিরুদ্ধে সাপ্লিমেন্টরি চার্জশিট জমা দিল মুম্বই পুলিস। তবে শুধু রাজ নন, এই মামলায় অন্যান্য অভিযুক্ত রায়ান থর্প, যশ ঠাকুর এবং প্রদীপ বক্সীর বিরুদ্ধেও সাপ্লিমেন্টরি চার্জশিট জমা পড়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পর্নোগ্রাফি (Pornography Case) মামলায় গত ফেব্রুয়ারি মাসে মোট ৯ জনকে গ্রেফতার করেছিল মুম্বই ক্রাইম ব্রাঞ্চ (Mumbai Crime Branch)। ওই ৯ ধৃতর বিরুদ্ধে প্রথম গত এপ্রিল মাসে চার্জশিট জমা দেয় ক্রাইম ব্রাঞ্চ। সেই চার্জশিটে অবশ্য রাজ কুন্দ্রা ও তাঁর সহকারী রায়ান থর্পের নাম ছিল না। পরে রাজ কুন্দ্রা (Raj Kundra) ও রায়ান থর্পকেও গ্রেফতার করা হয়। যদিও বর্তমানে ৯ জন জামিনে মুক্ত রয়েছেন। পুলিস জানিয়েছে, এই ১১ জন ছাড়া এই মামলায় এখনও পর্যন্ত আর কোনও ব্যক্তির যোগ মেলেনি। 


আরও পড়ুন-ন্যানির কোলে ছোট্ট Jeh, দুই ছেলেকে নিয়ে মুম্বই ছাড়লেন Saif-Kareena


পর্ন মামলায় গত জুলাই মাসে গ্রেফতার করা হয়েছিল রাজ কুন্দ্রা  (Raj Kundra) ও রায়ান থর্পকে। এর আগে তাঁরা একাধিকবার জামিনের আবেদন করলেও তা খারিজ হয়ে যায়। এই মুহূর্তে তাঁরা দুজনেই জেলবন্দি রয়েছেন। তবে ফের তাঁরা জামিনের আবেদন করতে পারেন বলে খবর। এই ঘটনায় আরও তিনটি FIR নথিভুক্ত হওয়ার পর তদন্তের জন্য মুম্বই পুলিশ একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। যাঁদের পর্ন ছবির জন্য শ্যুট করতে বাধ্য করা হয়েছিল, এই মামলায় তাঁদের অনেকেই মুখ খুলেছেন জানিয়েছে পুলিস। শুধু তাই নয়, কুন্দ্রার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে একাধিক সন্দেহজনক টাকার লেনদেন খতিয়ে দেখছে ক্রাইম ব্রাঞ্চ। 


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)