নিজস্ব প্রতিবেদন : পর্নোগ্রাফি (Pornography) মামলায় Zee নিউজের কাছে মুখ খুললেন অন্যতম অভিযুক্ত যশ ঠাকুর (Yash Thakur)। তাঁর দাবি তিনি OTT  প্ল্যাটফর্ম 'নিউফ্লিক্স'- (Neufilx)র মালিক নন, তিনি শুধুমাত্র একজন আইটি ফ্রিল্যান্স (IT) কনসালটেন্ট। তবে তাঁর অ্যাকাউন্টে যে টাকা ঢুকেছে তা যে Neufilx-র, সেটা স্বীকার করে নেন যশ (Yash Thakur)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যশ ঠাকুরের কথায়, ''আমি OTT সলিউশন বানাই। যে যেকোনও বড় বড় OTT প্ল্যাটফর্মই সেটা বানায়। যেটার উপর কনটেন্টের কোয়ালিটি নির্ভর করে। এটা বানিয়ে সাবমিট করলে তবে তার পেমেন্ট পাওয়া যায়। Neufilx হল একটি আমেরিকান কোম্পানি। ওখানে আমি ফ্রিল্যান্স কাজ করি। ওদের অ্যাপ মেনটেইন করাই আমার কাজ। ওদের যে কোডিং আছে, সেটাও দেখি। তবে আমি শুধু Neufilx  নয়, একাধিক কোম্পানির হয়ে কাজ করি। তবে Neufilx-র মালিকানা বদলের ডিল আমিই করিয়েছিলাম। Neufilx-র সার্ভারের যে বিল সেটাই আমার অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করার জন্য আমার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল। কারণ, Neufilx-র ভারতের কোনও NTT নেই। তাই আমার অ্যাকাউন্টের ওই টাকা Neufilx-র।'' যশ ঠাকুুর ছাড়াও তাঁর আরও এক নাম যে অরবিন্দ শ্রীবাস্তব, এদিন সেটা মেনে নেন তিনি।


তিনি সিঙ্গাপুরে থাকেন? এ প্রশ্নে যশ ঠাকুুর বলেন, ''আমি ভারতে থাকিই না, ভারতের লোক যদি বাইরে থেকে USA-র কোম্পানির হয়ে কাজ করে, সেটা তো অপরাধ নয়!'' যশ ঠাকুর বলেন, Neufilx আমেরিকান গাইডলাইন মেনে কাজ করে। ভারতের হয়ে যদি কেউ কনটেন্ট বানিয়ে Neufilx-এ বিক্রি করে, সেটা ওদের কাছে ঠিক মনে হলে, ওরা কেনে।''


আরও পড়ুন-হল না রিসেপশন পার্টি, বিয়ে ভাঙছে প্রাক্তন পর্নস্টার Mia Khalifa-র



তবে ৭ নভেম্বরের হোয়াটসঅ্যাপ চ্যাট প্রসঙ্গে প্রশ্ন করা হলে তার ঠিকমতো উত্তর দিতে পারেননি পর্নোগ্রাফি (Pornography) মামলায় অন্যতম অভিযুক্ত যশ ঠাকুর (Yash Thakur)। প্রসঙ্গত, ৭ নভেম্বর ওই হোয়াটসঅ্যাপ চ্যাট তনভীর হাশমি ও যশ ঠাকুরের মধ্যে হয়েছিল। এদিন যশ ঠাকুর বলেন, ''আমার সঙ্গে তনভীর হাশমির কথা হয়েছিল, রাজ কুন্দ্রা বা উমেশ কামাতের সঙ্গে আমার কোনও যোগ নেই।'' যশ ঠাকুরের দাবি, গহনা ও তনভীর শুধুু Neufilx নয় Hotshots সহ একাধিক অ্যাপের জন্য ভিডিয়ো বানায়। সেকারণেই তিনি উদ্বিগ্ন ছিলেন।


প্রসঙ্গত, ৭ নভেম্বর হোয়াটসঅ্যাপ চ্যাটে যশ ঠাকুর বলেন, ''আমাকে রাতের মধ্যেই গহনাকে মুক্তি দিতে হবে, যার জন্য ৮ লক্ষ টাকা প্রয়োজন। তনভীরকে ফোনে পাওয়া যাচ্ছে না।'' অপরপক্ষ যখন প্রশ্ন করেন Neufilx-র নাম এসেছে কি? তখন যশ ঠাকুর বলেছিলেন, ''না এখনও পর্যন্ত আসেনি, তবে ও কোর্টে যাবে তো সব বলে দেবে।'' 


এদিকে জানা যাচ্ছে, যশ ঠাকুরকে 'ওয়ান্টেড' তকমা দিয়ে লুকআউট নোটিস জারি করল মুম্বই পুলিস (Mumbai Police)। এর আগে লন্ডনের সংস্থা কেনরিন প্রোডাকশন হাউসের কর্ণধার প্রদীপ বক্সীর বিরুদ্ধেও লুকআউট নোটিস জারি করা হয়েছে। 


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)