ওয়েব ডেস্ক : একদিকে বহু প্রতীক্ষিত পোস্ত। আরেকদিকে মেরি পেয়ারি বিন্দু ও সরকার থ্রি এই তিনটি ছবি মুক্তি পেল আজ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বেলাশেষে, প্রাক্তনের  এত বড় সাফল্যের পর পোস্ত। পেরেন্টিং এর গল্প ছবিতে। গল্প ছাড়াও এই ছবির বেশ কিছু নজরকাড়া দিক রয়েছে। অনেক বছর পর যেমন সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী পর্দায়, পাশাপাশি যীশু- মিমি প্রথমবার জুটি বেধেছেন। আর বড় চমক ছোট্ট পোস্ত। বিষয় নির্বাচন থেকে প্রচার ও ছবি মুক্তি সবেতেই তীক্ষ্ণ নজর থাকে এই পরিচালকদ্বয়ের। মুক্তির আগেই বলা যায় অনুপম অনিন্দ্যর সুরের জাদুতে মিউজিকাল হিট  এই ছবি। সবমিলিয়ে পোস্তর স্বাদ চেটে পুটে নেওয়ার জন্য মুখিয়ে দর্শকরা। আর তাতেই দর্শকদের প্রত্যাশায় খানিক চাপের মুখে পোস্তর পরিচালকদ্বয়।


তবে পোস্তর সঙ্গে আরও দুটি ছবি আজ মুক্তি পেয়েছে। বলিউডের এই দুটি ছবির ওপর চাপ আরেকটু বেশি। কারণ এখনও বাহুবলী জ্বরে কাবু দর্শক। সেখানে নিজেদের মধ্যে কোনরকম প্রতিযোগিতায় না গিয়ে মেরি পেয়ারি বিন্দু ও সরকার থ্রি-র টার্গেট একটাই, বাহুবলী ম্যানিয়া থেকে দর্শক টানা। একটা বিষয় লক্ষ্যণীয়, বলিউডে এবার লড়াইটা বিগ-বি ভার্সেস এই প্রজন্মের নায়কের। কলকাতা কেন্দ্রিক ছবি। ছবিতে বাঙালি চরিত্র যেমন রয়েছে,তেমনি অভিনয় করেছেন অপরাজিতা আঢ্যর মতো বাংলার অভিনেত্রীরা। আর গান এই ছবিতে বড় ভূমিকায়।  অপরদিকে অ্যাকশন নির্ভর ছবিতে অমিতাভ বচ্চন। কিন্তু তাঁর ছবি মুক্তির আগে থেকে যে উত্তেজনা থাকে এবার সেই উচ্ছ্বাস, ছবি দেখার উত্‍সাহ কোথাও যেন ফিকে পড়েছে। আপাতত দেখার তিনদিন পর বক্স অফিসে কোন ছবি রাজ করে।


আরও পড়ুন, বিক্রমের গাড়ি দুর্ঘটনা, মডেল সনিকার মৃত্যু; রহস্যের জট খুলল?