একসঙ্গে পার্টি করলেন প্রভাস-অনুষ্কা, দেখুন সেই ছবি
ওয়েব ডেস্ক: 'বাহুবলী' মুক্তির পর থেকেই প্রভাস-অনুষ্কা জুটির জনপ্রিয়তা তুঙ্গে। তাঁদের সবসময়ই এক সঙ্গে দেখার জন্য মুখিয়ে থাকেন তাঁদের ফ্যানরা। একসময় প্রভাসের সঙ্গে 'সাহো'-তে অনুষ্কাকে দেখা যাওয়ার কথা উঠলেও তা খারিজ হয়ে যায়। বর্তমানে প্রভাসের সঙ্গে 'সাহো'তে কাজ করছেন শ্রদ্ধা কাপুর। সে যাইহোক, বহুদিন বাদে ফের একবার প্রভাসের সঙ্গেই প্রকাশ্যে এলেন অনুষ্কা। বাদ গেলেন না প্রভাস-অনুষ্কার ঘনিষ্ঠ বন্ধু রানা দাগ্গুবাতি। সঙ্গে দেখা গেল বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডনকেও। একেবারে হায়দরাবাদি খানাপিনার সঙ্গে পার্টি করতে দেখা গেল তাঁদের।
প্রসঙ্গত ৯০-এর দশকে বলিউড ডিভা রবিনা ফের কামব্যাক করেছেন 'মাত্র' সিনেমার হাত ধরে। এই ফিল্মে রবিনার অভিনয় প্রশংসিতও হয়েছে। দক্ষিণী সুপারস্টার প্রভাস-অনুষ্কা ও রানার সঙ্গে পার্টির ছবি রবিনা নিজেই সোশ্যাল সাইটে পোস্ট করেছেন।
A post shared by Raveena Tandon (@officialraveenatandon) on
A post shared by Raveena Tandon (@officialraveenatandon) on
এই ছবি দেখার পর খুশি প্রভাস-অনুষ্কা ও রানা দাগ্গুবাতির ফ্যানরা। কেউ আবার কমেন্টের লিখেছেন ''অসাধারণ! প্রথমবার বাহুবলী ও ভল্লালদেবকে একসঙ্গে হাসতে দেখা গেল। রবিনা ম্যাডাম এই সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।''
কেউ বা লিখেছেন '' ধন্যবাদ প্রভাস-অনুষ্কার ছবি শেয়ার করার জন্য, প্লিজ আরও ছবি শেয়ার করুন।''
আরও পড়ুন- এক উমার বিদায় বেলায় আরেক 'উমা'র আগমনী সুর